চিংড়ি মাছের খাস্তা কচুরি(chingri macher khasta kochuri recipe in bengali)

Saheli Mudi
Saheli Mudi @saheli_17944285
udaynarayapur howrah

#মাছের রেসিপি
#ebook2
#জামাইষষ্ঠী রেসিপি

প্রায় সবাই একরকমই খাস্তা কচুরি খেয়ে থাকি। চিংড়ি মাছ দিয়ে করতে দেখতে পারেন।

চিংড়ি মাছের খাস্তা কচুরি(chingri macher khasta kochuri recipe in bengali)

#মাছের রেসিপি
#ebook2
#জামাইষষ্ঠী রেসিপি

প্রায় সবাই একরকমই খাস্তা কচুরি খেয়ে থাকি। চিংড়ি মাছ দিয়ে করতে দেখতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা ১০মিনিট
৪ জন
  1. কচুরি
  2. ১ কাপ ময়দা
  3. ১ কাপ সাদাতেল
  4. স্বাদমত নুন ও চিনি
  5. ১ চিমটি কালোজিরে
  6. পুর
  7. ২৫০ গ্রাম চিংড়ি মাছকুচি
  8. ১-২ টি পেঁয়াজ কুচি
  9. ২/৩টি কাঁচালংকা কুচি
  10. ১ চা চামচ আদা-রসুন বাটা
  11. ২ টেবিল চামচ ধনেপাতা কুচি
  12. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  13. 1/2 চা চামচলংকা গুঁড়ো
  14. 1/2 চা চামচগরম মশলা গুঁড়ো
  15. স্বাদমত নুন
  16. ১-২ টেবিল চামচ সর্ষের তেল
  17. তেঁতুলের চাটনি
  18. 1/2 কাপতেঁতুলের পাল্প
  19. স্বাদ মতনুন ও চিনি
  20. ১ টেবিল চামচ ভাজা মশলা

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা ১০মিনিট
  1. 1

    ময়দা তেল কালজিরে নুন,চিনি প্রয়োজনমত তেল দিয়ে ময়ান দিন। (দেখবেন হাতে মুঠো করলে এমন হলে, ময়ান ঠিক হয়েছে)

  2. 2

    পরিমান মত জল দিয়ে মেখে রেখে দিন।

  3. 3

    চিংড়ি কুচি খোসা ছাড়িয়ে, কুচি করে কেটে নিন।

  4. 4

    এবার কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে, একটু ভাজা হলে চিংড়ি মাছ কুচি গুলো দিয়ে দিন।

  5. 5

    এবার কাঁচালংকা কুচি,আদা-রসুন বাটা, হলুদ, নুন, লংকাগুড়ো,গরম মশলা গুড়ো দিয়ে নাড়া চাড়া করুন।

  6. 6

    ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন।

  7. 7

    এবার ময়দা থেকে লেচি কেটে হাতের সাহায্যে বাটির মত করে চিংড়ি মাছের পুর ভরে মুখটা বন্ধ করে দিন। (বেলবেন না)

  8. 8

    এবার সাদাতেল গরম করে কচুরি গুলো ভেজে তুলে টিস্যু পেপারে রেখে দিন।

  9. 9

    তেঁতুলের পাল্পে জল দিয়ে ফুটতে দিন।

  10. 10

    তারপর চিনি,নুন দিয়ে আরও ফোটান । যখন থকথকে হয়ে আসবে ভাজা মশলা গুড়ো ছড়িয়ে নামান। (তেজপাতা,শুকনোলংকা,পাঁচফোড়ন,ধনে, গোলমরিচ শুকনো খোলায় ভেজে গুড়ো)

  11. 11

    তেঁতুলের চাটনির সাথে সার্ভ করুন চিংড়ি মাছের খাস্তা কচুরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Saheli Mudi
Saheli Mudi @saheli_17944285
udaynarayapur howrah
রান্না করতে ভাঌল লাগেনতুন কত কিছু,জোগাড়ের আয়োজনপড়ে না যেন পিছু।রান্না একটি শখের জিনিসমন দিলেই হয়,তেল, ঝাল, মশলাঠিক তাতে রয় ॥
আরও পড়ুন

Similar Recipes