গোবি কুর্মা (gobi kurma recipe in Bengali)

Mithi Debparna
Mithi Debparna @cook_16002390

#goldenapron2
পোস্ট15
স্টেট কর্ণাটক

গোবি কুর্মা (gobi kurma recipe in Bengali)

#goldenapron2
পোস্ট15
স্টেট কর্ণাটক

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২৫০ গ্রাম ফুলকপি টুকরো করে কাটা
  2. ১ বাটি মটরশুঁটি
  3. ১ ইঞ্চি আদা বাটা
  4. ১ টেবিল চামচ গোটা গরম মশলা
  5. ১ চা চামচ গোটা জিরে
  6. ১ টেবিল চামচ জিরে গুঁড়ো
  7. ১ টেবিল চামচ ধনে গুঁড়ো
  8. ১ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো
  9. ১ টেবিল চামচ হলুদ গুঁড়ো
  10. ১ টেবিল চামচ লংকা গুঁড়ো
  11. ১/২ কাপ পোস্ত ও কাজু বাটা
  12. ১চা চামচ রসুন বাটা
  13. ১ টা বড় পেঁয়াজ কুচি
  14. ১০০ গ্রাম টক দই
  15. ১ টেবিল চামচ কসুরি মেথি
  16. ১ টেবিল চামচ ধনেপাতা কুচি
  17. ১ টা টমেটো পেস্ট
  18. পরিমাণ মতো সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে ফুলকপি এবং কড়াই শুটি নুন জলে ভাপিয়ে নিতে হবে। এবার করাই তে তেল দিয়ে পিয়াজ কুচি দিয়ে হালকা বাদামী করে ভেজে তুলে নিতে হবে। এবার অতে তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে ফোড়ন দিয়ে সুগন্ধি বেড়োলে আদা রসুন বাটা টা দিয়ে ভেজে নিতে হবে।

  2. 2

    এবার এতে ভাপানো মটরশুঁটি দিয়ে ভেজে নিয়ে হলুদ গুড়ো, লংকা গুড়ো, জিরে গুড়ো, ধনে গুড়ো দিয়ে ভেজে নিয়ে টমেটো পেস্ট দিয়ে নাড়তে হবে।

  3. 3

    মশলা কষা হলে ফুলকপি টুকরো দিয়ে ধনে পাতা কুচি ও নুন দিয়ে কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে চাপা দিয়ে সিদ্ধ হতে দিতে হবে। অন্যা দিকে মিক্সি তে পোস্ত, কাজু,টক দই, ভাজা পিয়াজ কুচি দিয়ে পেস্ট বানাতে হবে।

  4. 4

    ফুল কপি ৫০℅ সেদ্ধ হয়ে এলে বানানো পেশট দিয়ে কোষিয়ে অল্প জল দিয়ে চাপা দিতে হবে। ৩ মিনিট পর ঢাকা খুলে নেড়েচেড়ে গরম মশলা গুড়ো দিয়ে নেরে চেরে আবার ঢাকা বন্ধ করে ২ মিনিট ফুটিয়ে নিতে হবে। ২ মিনিট পর ঢাকা খুলে কসুরি মেথি ছড়িয়ে পরিবেশন করতেহবে গোবি কুরম্মা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mithi Debparna
Mithi Debparna @cook_16002390

মন্তব্যগুলি

Similar Recipes