গার্লিক বাটার নান(garlic butter naan recipe in Bengali)

মধুমিতা সরকার মিশ্র
মধুমিতা সরকার মিশ্র @cook_16359417

#goldenapron3
গোল্ডেন এপ্রণের 18 th সপ্তাহের ধাঁধা থেকে আমি রুটি বেছে নিয়েছি।

গার্লিক বাটার নান(garlic butter naan recipe in Bengali)

#goldenapron3
গোল্ডেন এপ্রণের 18 th সপ্তাহের ধাঁধা থেকে আমি রুটি বেছে নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

প্রস্তুতি 30 মিনিট রান্না 20 মিনিট
3 জনের জন্য
  1. 2 কাপময়দা
  2. 2+1 টেবিল চামচ টক দই
  3. 1 চা চামচবেকিং পাউডার
  4. 1/2 চা চামচবেকিং সোডা
  5. 1 চা চামচচিনি
  6. 2টেবিল চামচসাদা তেল
  7. স্বাদ অনুযায়ীনুন
  8. 1/2 কাপধনেপাতা কুচি
  9. 1/2 চা চামচকালো জিরে
  10. 1+1 চা চামচ রসুন কুচি
  11. 1/2 কাপগলানো মাখন

রান্নার নির্দেশ সমূহ

প্রস্তুতি 30 মিনিট রান্না 20 মিনিট
  1. 1

    প্রথমে সমস্ত উপকরণ গুলি কে এক জায়গায় করে নিতে হবে।

  2. 2

    এরপর একটি ছোট বাটিতে দই বেকিং পাউডার বেকিং সোডা চিনি ভালো করে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে এবং সেটাতে লক্ষ্য রাখতে হবে যাতে এয়ার বাবল তৈরি হয় যদি এয়ার বাবল তৈরি হয় তাহলে নান রুটি টা নরম হবে। কারণ এখানে ইস্ট ব্যবহার করা হচ্ছে না।

  3. 3

    এরপর ময়দার ভেতরে ওই মিশ্রণটি মিশিয়ে একটি নরম ডো বানাতে হবে এবং ওই ডো তে ভাল করে সাদা তেল মাখিয়ে রাখতে হবে। এখানে হাতে লেগে থাকলে কোন চিন্তা করার কারণ নেই কারণ এই ভাবেই নানরুটি ডো মাখতে হয়। ডো টি একটি ভিজে কাপড়ে 30 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।

  4. 4

    এরপর ময়দার ডো থেকে সমান ভাবে লেচি কেটে নিতে হবে আমি এখানে ছটি লেচি কেটেছি এরপর লম্বালম্বিভাবে বেলে নিয়ে যেরকম নান রুটি বেলা হয় সেরকমভাবে বেলে নিয়ে ওপর থেকে কালোজিরে ধনেপাতা কুচি ও রসুন কুচি মিশিয়ে আরেকবার বেলতে হবে। এরপর রুটি টি উল্টে নিয়ে জল দিয়ে ব্রাশ করে একটি গরম তাওয়ার মধ্যে কিছুক্ষণ রেখে তাওয়াটি কে উল্টে গ্যাস এ মিডিয়াম আঁচে কিছুক্ষণ সেকতে হবে।

  5. 5

    রুটি সেকা হয়ে গেলে নামিয়ে নিয়ে বাটার ব্রাশ করে পরিবেশন করুন বাটার গার্লিক নান আমি এখানে ঘুগনি সাথে পরিবেশন করেছি আপনারা নিজের ইচ্ছামত মেনুর সাথে পরিবেশন করতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
মধুমিতা সরকার মিশ্র

Similar Recipes