বাটার নান (Butter Naan Recipe in Bengali)

Swati Ganguly Chatterjee
Swati Ganguly Chatterjee @Swatirrannaghor_2021
Maharashtra

#১লাফেব্রুয়ারি
#নান
বাটার নান দিয়ে ভেজ ও ননভেজ যেকোনো কিছুই খাওয়া যেতে পারে,বাটার দিয়ে গরম গরম খেতে দারুণ লাগে।

বাটার নান (Butter Naan Recipe in Bengali)

#১লাফেব্রুয়ারি
#নান
বাটার নান দিয়ে ভেজ ও ননভেজ যেকোনো কিছুই খাওয়া যেতে পারে,বাটার দিয়ে গরম গরম খেতে দারুণ লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
3 জন
  1. 350-400 গ্রামময়দা
  2. 3টেবিল চামচ দই
  3. 2-3টেবিল চামচ সাদা তেল
  4. 1 চা চামচনুন
  5. 1/2 চা চামচচিনি
  6. 1 চা চামচ বেকিং সোডা
  7. 1 চা চামচকালো জিরে
  8. 1/2 কাপধনেপাতা কুচি
  9. 50 গ্রামমাখন
  10. প্রয়োজন মতজল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে ময়দার মধ্যে তেল, নুন, চিনি,দই, বেকিং সোডা ভাল করে মিশিয়ে হাল্কা গরম জল দিয়ে মেখে,ঢাকা দিয়ে 30 মিনিট রাখতে হবে।

  2. 2

    এবার মাখা ময়দার থেকে গোল লেচি কেটে,লম্বা আকারে বেলে নিতে হবে।
    ওর উপর কালো জিরে,ও ধনেপাতার কুচি দিয়ে হাল্কা করে বেলে সাবধানে উল্টে নিয়ে জল লাগিয়ে দিতে হবে।

  3. 3

    এবার তাওয়া গরম করে এই লেচি টা দিতে হবে।2মিনিট মিডিয়াম আঁচে সেঁকতে হবে।এরপর খুব আস্তে করে তাওয়া উল্টে সরাসরি ফ্লেমে র উপর রাখতে হবে।1 মিনিট রাখতে হবে।এবার তাওয়া সোজা করে খুন্তি দিয়ে আস্তে করে উঠিয়ে নিতে হবে।

  4. 4

    গরম থাকতেই নানের উপর মাখন লাগিয়ে গরম গরম চিকেন কিমা মশলার সঙ্গে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Swati Ganguly Chatterjee
Swati Ganguly Chatterjee @Swatirrannaghor_2021
Maharashtra
Ranna korte bhalo lage,natun ranna shikte ichha kore.My YouTube channelhttps://youtube.com/channel/UCZu1MBiyFIOuxczJY13gUUQ
আরও পড়ুন

Similar Recipes