গার্লিক নান(Garlic naan recipe in Bengali)

Shampa Chatterjee
Shampa Chatterjee @cook_20970189

গার্লিক নান(Garlic naan recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা
৩জন
  1. ৩কাপময়দা
  2. স্বাদ মত লবণ
  3. ১ চা চামচ বেকিং পাউডার
  4. ১/২ কাপ টকদ্ই
  5. ৪ চা চামচ গলানো বাটার /মাখন
  6. ১ চা চামচ রসুন মিহি করে কেটে নেওয়া
  7. পরিমাণ মতো জল
  8. ১/২ কাপ ধনেপাতা কুচি
  9. পরিমাণ মত সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা
  1. 1

    বড় একটি বোলে ময়দা, বেকিং পাউডার, টকদ্ই,লবণ,তেল,চিনি,সব উপকরণ গুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার একে ভালোভাবে মেখে নিতে হবে। তারপর ২ঘন্টা ঢাকা দিয়ে রাখতে হবে।

  2. 2

    একটা পাত্রে বাটার এর মধ্যে ধনেপাতা কুচি, রসুন কুচি অল্প লবণ মিশিয়ে নিতে হবে। ২ ঘন্টা পরে ময়দা ফুলে উঠলে অল্প তেল দিয়ে মেখে গোল গোল বলের আকারে তৈরী করে নিতে হবে।

  3. 3

    ময়দার লেচি গুলোকে পছন্দ মতো বেলে নিতে হবে।

  4. 4

    তাওয়া গ্যাসের উপর বসিয়ে গরম করে নান রুটির একদিকে অল্প জল দিয়ে ব্রাশ করে নিয়ে শেকে নিতে হবে। যখন দেখা যাবে নানের উপরের অংশ ফুলে উঠেছে তখন ধনেপাতা কুচি ও রসুনের মিশ্রন দিয়ে সাবধানে উল্টে শেকে নিতে হবে। এরপর একটা একটা করে নান রুটি গুলোকে শেকে নিতে হবে।

  5. 5

    এরপরই তৈরী হয়ে যাবে গারলিক নান। গরম গরম নান যেকোনো ডাল, সবজি অথবা চিকেনের সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shampa Chatterjee
Shampa Chatterjee @cook_20970189

মন্তব্যগুলি (8)

Similar Recipes