ট্রিম চিকেন স্টির ফ্রাই (trim chicken stir fry recipe in Bengali)

Manami Sadhukhan Chowdhury
Manami Sadhukhan Chowdhury @cook_12370899
Barrackpore, Kolkata, West Bengal

ট্রিম চিকেন স্টির ফ্রাই (trim chicken stir fry recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15 মিনিট
৩ জনের জন্য
  1. 150 গ্রামমুরগির হাড়হীন বুকের মাংস জুলিয়ান করে কাটা
  2. 3 টেবিল চামচটেবিল চামচ মাখন
  3. 2 চা চামচগোলমরিচ গুঁড়ো
  4. 2 চা চামচরসুন বাটা
  5. 1 চা চামচআদা বাটা
  6. 1 চা চামচজিরা গুঁড়ো
  7. 1/2সবুজ ক্যাপ্সিকাম জুলিয়ান করে কাটা
  8. 1/2গাজর জুলিয়ান করে কাটা
  9. 2-3টিজ্যালেপিনো লংঙ্কা গোল করে কাটা
  10. স্বাদ অনুযায়ীনুন

রান্নার নির্দেশ সমূহ

15 মিনিট
  1. 1

    মুরগির মাংস নুন, গোলমরিচ গুঁড়া,রসুন বাটা ও আদা বাটা দিয়ে মেখে 15 মিনিটের জন্য ম্যারিনেট করতে হবে।

  2. 2

    ইতিমধ্যে ক্যাপ্সিকাম ও গাজর জুলিয়ান করে কেটে নিতে হবে।

  3. 3

    15 মিনিট পর একটা প্যানে মাখন গরম করে মুরগির মাংস টা ওর মধ্যে 3-4 মিনিটের জন্য জোর আঁচে ভালো করে স্টির ফ্রাই করে নিতে হবে।

  4. 4

    এবার এর মধ্যে জিরেগুঁড়ো যোগ করে আরো 2 মিনিটের জন্য ভাজতে হবে।

  5. 5

    এবার মাংসের টুকরো গুলোকে নামিয়ে নিতে হবে ও একই প্যানে জুলিয়ান করে কাটা ক্যাপ্সিকাম ও গাজর 2-3 মিনিটের জন্য স্টির ফ্রাই করে নিতে হবে জোর আঁচে।

  6. 6

    এবার নুন ও গোলমরিচ গুঁড়ো এর মধ্যে যোগ করে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  7. 7

    এবার এর মধ্যে স্টির ফ্রাই করা মাংসের টুকরোগুলো যোগ করে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  8. 8

    এবার লাল জ্যালেপিনো লঙ্কার টুকরোগুলো যোগ করে 2 মিনিটের জন্য ভালো করে মিশিয়ে নিতে হবে।

  9. 9

    এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নিন।

  10. 10

    গরম গরম পরিবেশন করুন ট্রিম চিকেন স্টির ফ্রাই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Manami Sadhukhan Chowdhury
Barrackpore, Kolkata, West Bengal

Similar Recipes