রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
৪ জন
  1. ৪ টিচিকেন লেগ
  2. ১টা পেঁয়াজ
  3. ১/২কাপ টক দই
  4. ২চা চামচ রসুন বাটা
  5. ১চা চামচ আদা বাটা
  6. ৪-৫ টা কাজুবাদাম
  7. ২চা চামচ পোস্ত
  8. ১চা চামচ চারমগজ
  9. ১/৪টুকরো জায়ফল
  10. ১/২টুকরো জয়ত্রি
  11. ১/৪চা চামচ সা জিরে
  12. ২-৩টে সামরিচ
  13. ১/২চা চামচ জিরে
  14. ২টেবিল চামচ ছাতু
  15. ২টেবিল চামচ ঘি
  16. ৩টেবিল চামচ সাদা তেল
  17. স্বাদ অনুজায়ই নুন
  18. ১চা চামচ হলুদ গুঁড়ো
  19. ১/২চা চামচ কাশ্মীরি লংকা গুঁড়ো
  20. ১/২ চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো
  21. ১চা চামচ কেওড়া জল
  22. ১চা চামচ গোলাপ জল
  23. ২-৪ ফোঁটা মিঠা আতর
  24. ১টা এলাচ
  25. ১টুকরো দারচিনি
  26. ২টো লবঙ্গ

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    প্রথমে পেয়াজ রসুন আদা বাটা টকদই কাজুবাদাম পোস্ত চারমগজ কাচা লংকা মিক্সারে মিহি পেস্ট বানিয়ে নিয়ছি।

  2. 2

    এলাচ দারচিনি লবঙ্গ সাজিরে, জিরে সামরিচ জায়ফল জয়ত্রি এগুলো শুকনো কড়াই তে ভেজে গুঁড়ো করে নিয়ে পেয়াজের পেস্টে দিয়েছি।

  3. 3

    এবার তার মধ্যে নুন হলুদ ১টেবিল চামচ তেল শুকনো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লংকা গুঁড়ো ছাতু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি।

  4. 4

    এবার চিকেনের পিস গুলো ওর মধ্যে দিয়ে মশলা চিকেনের গায়ে ভালো করে মাখিয়ে ফ্রিজে ৪-৫ ঘন্টা ম্যারিনেট করে রেখেছি।

  5. 5

    প্যানে তেল ও ঘি গরম করে প্রথমে চিকেন এর পিস গুলো দিয়ে এপিঠ ওপিঠ হালকা লাল করে ভেজে নিয়েছি।

  6. 6

    এরপর বাকি গ্রেভি টা দিয়ে ও অল্প জল দিয়ে ঢাকা দিয়ে ২০-২৫ মিনিট কম আচে রান্না করেছি। মাঝে মাঝে চিকেন পিস গুলো উল্টে পাল্টে দিয়ছি।

  7. 7

    তার পর সার্ভ করছি। এটা নান, কুলচা বা বিরিয়ানি র সাথে বেশি ভালো লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Suparna Sarkar
Suparna Sarkar @suparnathehomechef
C/o-Chandan Sarkar,Shyampur colony(road no-6) post office- Durgapur-1, pin no-713201, dist-Paschim Barddhaman, WB
cooking is my passion.I love cooking, baking, food photography.
আরও পড়ুন

Similar Recipes