পটল চিংড়ি(patol chigri recipe in Bengali)

Tripti Sarkar
Tripti Sarkar @cook_20810460

#পরিবারের প্রিয় রেসিপি

পটল চিংড়ি(patol chigri recipe in Bengali)

#পরিবারের প্রিয় রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২৫০ গ্রাম পটল
  2. ২ টি আলু
  3. ৩০০ গ্রাম চিংড়ি মাছ
  4. ১ টেবিল চামচ আদা জিরে বাটা
  5. ১ টা টমেটো বাটা
  6. ১ টেবিল চামচ শুকনো লঙ্কা ও রসুন বাটা
  7. স্বাদ অনুসারেলবণ
  8. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  9. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  10. ১ টা তেজপাতা
  11. ১/২চা চামচগোটা জিরে
  12. পরিমাণ মতো সর্ষের তেল
  13. স্বাদ অনুসারেচিনি ( ঐচ্ছিক)

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে চিংড়ি মাছ ধুয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে, এবং আলু পটলের খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিতে হবে।

  2. 2

    এইবার কড়াইতে তেল দিয়ে লবণ হলুদ মাখানো মাছ গুলো সামান্য একটু ভেজে তুলে নিতে হবে।এবং একই সাথে পটল আলু গুলো অল্প লবণ হলুদ দিয়ে লাল করে ভেজে তুলে নিতে হবে।

  3. 3

    এরপর একই কড়াইতে আবারো একটু তেল দিয়ে গোটা জিরে ও তেজপাতা ফোড়ন দিয়ে আদা জিরে বাটা দিয়ে একটু কষে নিয়ে বাকি বাটা মসলা ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষে পটল গুলো দিয়ে পরিমাণ মতো লবণ যোগ করে ভালো করে কষতে হবে।

  4. 4

    তারপর পরিমাণ মতো জল দিতে হবে, খুব বেশি জল দিলে হবেনা, বেশ মাখা মাখা তরকারির আন্দাজে জল দিতে হবে। এইবার ঢাকা দিয়ে রান্না করতে হবে, অর্ধেক সিদ্ধ হলে মাছ গুলো দিয়ে দিতে হবে ও আবারো ঢাকা দিয়ে মাঝারি আঁচে রান্না করতে হবে। ঝোল টা ঘনো হয়ে আসলে স্বাদ মতো চিনি ও গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tripti Sarkar
Tripti Sarkar @cook_20810460

মন্তব্যগুলি (14)

Annie Sircar
Annie Sircar @cook_20784348
দারুণ রঙ এসেছে রে রান্নার। স্বাদ আন্দাজ করতে পারছি।

Similar Recipes