পুঁই শাক এর চচ্চড়ি(pui shaker chochori recipe in Bengali)

Soumyasree Bhattacharya
Soumyasree Bhattacharya @Soumyasree_recipes

পুঁই শাক এর চচ্চড়ি(pui shaker chochori recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

25 মিনিট
2 জন
  1. 500 গ্রামপুঁই শাক
  2. 200 গ্রামকুমড়ো
  3. 1টিআলু
  4. 2টি পটল কুচি করা
  5. স্বাদ অনুযায়ীনুন
  6. 1/4 চা চামচহলুদ গুঁড়ো
  7. 1/4 চা চামচলঙ্কা গুঁড়ো
  8. 1 চা চামচচিনি
  9. 1টেবিল চামচ সরষে বাটা
  10. 2 সরষের তেল
  11. 1/4 চা চামচপাঁচফোড়ন
  12. 1টিশুকনো লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

25 মিনিট
  1. 1

    প্রথমেই সমস্ত সবজিগুলো কে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে। তারপর একটি কড়াইতে তেল দিলাম এবং পাঁচফোড়ন শুকনো ও লঙ্কা ফোরন দিলাম । তারপর সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম ও একটু নাড়াচাড়া করে নিয়ে ভাজা ভাজা হলে, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি সমস্ত দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপর, ঢাকা চাপা দিয়ে অন্তত 5 থেকে 6 মিনিট রাখব যাতে সবজি থেকে জল গুলো বের হতে থাকে।

  2. 2

    এইভাবে ঢাকা দিয়ে আরও 5 মিনিট কষিয়ে নেওয়ার পর যদি দেখেন যে পুইশাকের ডাটা ভালোভাবে সেদ্ধ হয়নি । তাহলে অল্প একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে আরো 5-7 মিনিট রাখতে হবে তারপর ঢাকা খুলে দেখে নিতে হবে যে ডাটা সেদ্ধ হয়েছে কিনা। এবং শেষে সরষে বাটা দিয়ে দিতে হবে। তারপরে নাড়িয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিন পুঁইশাকের চচ্চড়ি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Soumyasree Bhattacharya
Soumyasree Bhattacharya @Soumyasree_recipes

Similar Recipes