রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

30 মিনিটস
3জনের জন্য
  1. 500 গ্রামচিকেন
  2. 4টে আলু
  3. 2টো টমেটো
  4. 250 গ্রামপেঁয়াজ
  5. 1টা গোটা রসুন
  6. 2 চা চামচহলুদ গুঁড়ো
  7. 1 চা চামচলঙ্কার গুঁড়ো
  8. 1 চা চামচআদা বাটা
  9. 2টো কাঁচা লঙ্কা
  10. 1 চা চামচগরম মসলার গুঁড়ো
  11. স্বাদ অনুযায়ীনুন
  12. প্রয়োজন অনুযায়ীতেল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিটস
  1. 1

    পেঁয়াজ রসুন মিক্সিতে বেটে নিতে হবে আলু দু টুকরো করে কেটে নিতে হবে টমেটো কুচি করে কেটে নিতে হবে

  2. 2

    আলু ভেজে তুলে নিতে হবে সেই তেলে শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়ে আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা টমেটো কুচি হলুদ ও লঙ্কার গুঁড়োদিয়ে মসলা ভাজা ভাজা করে নিতে হবে তারপর চিকেনকাঁচা লঙ্কা ও নুন দিতে হবেখুব করে মসলার সঙ্গে চিকেন মিশিয়ে কষিয়ে নিতে হবে চিকেন কষানো হয়ে গেলে অল্প উষ্ণ জল ও ভাজা আলু দিয়েঢেকে দিতে হবে

  3. 3

    কিছুক্ষণ পর আলু ও মাংস সেদ্ধ হয়ে গেলে গরম মসলার গুঁড়ো দিয়ে মাখা মাখা করে নামিয়ে ফেলতে হবে

  4. 4

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

দ্বারা রচিত

Anita Dutta
Anita Dutta @cook_15520488

Similar Recipes