চিকেন কাটলেট (chicken cutlet recipe in Bengali)

Mithai Choudhury Roy
Mithai Choudhury Roy @cook_15770233
Kalyani

#স্ন্যাক্স

লকডাউনের মধ্যে বাড়িতে বসে থেকে বিভিন্ন ধরনের বাইরের খাবার খেতে ইচ্ছে হয়ে থাকে যেগুলো আমরা রেস্টুরেন্টে বা ছোটো-ছোটো দোকান থেকে কিনে খাই । তাই বাইরে গিয়ে খাওয়ার উপায় না থাকলেও বাড়িতে বসেই তৈরি করে সেইসব খাবারের আনন্দ উপভোগ করতে পারি ।

চিকেন কাটলেট (chicken cutlet recipe in Bengali)

#স্ন্যাক্স

লকডাউনের মধ্যে বাড়িতে বসে থেকে বিভিন্ন ধরনের বাইরের খাবার খেতে ইচ্ছে হয়ে থাকে যেগুলো আমরা রেস্টুরেন্টে বা ছোটো-ছোটো দোকান থেকে কিনে খাই । তাই বাইরে গিয়ে খাওয়ার উপায় না থাকলেও বাড়িতে বসেই তৈরি করে সেইসব খাবারের আনন্দ উপভোগ করতে পারি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২ ঘন্টা ৩০ মিনিট
৫ জন
  1. ৪০০ গ্রাম চিকেন
  2. ১ টেবিল চামচ রসুনকুচি
  3. ১ টেবিল চামচ আদাকুচি
  4. ৫ টা কাঁচালংকা কুচি
  5. ১ টেবিল চামচ পুদিনাপাতা কুচি
  6. ১ টেবিল চামচ ধনেপাতা কুচি
  7. ১ চা চামচ টমাটো কেচাপ
  8. স্বাদ অনুযায়ীনুন
  9. ১/৪ টুকরো পাতিলেবু
  10. ১/৪ চা চামচ গোলমরিচের গুঁড়ো
  11. ১/২ চা চামচ কাশ্মীরী লংকার গুঁড়ো
  12. ১/৪ চা চামচ গরমমশলার গুড়োঁ
  13. ১/২ চা চামচ ধনেআর জিরেভাজার গুঁড়ো
  14. কোটিং এর জন্য ;
  15. ৩০০ গ্রাম বিস্কুটের গুঁড়ো
  16. ৪ টে ডিম
  17. স্বাদ অনুযায়ীসামান্য নুন
  18. ৪০০ গ্রাম সাদাতেল ডিপ ফ্রাই করার জন্য
  19. ১ টেবিল চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

২ ঘন্টা ৩০ মিনিট
  1. 1

    প্রথমে চিকেনের পিসগুলো ভালোভাবে ধুয়ে ছোটো ছোটো কিউব করে কেটে নিলাম ।

  2. 2

    এবার মিক্সিতে চিকেনের পিসগুলো দিয়ে কিমা বানিয়ে নিলাম ।

  3. 3

    এবার বড় একটা বাটিতে চিকেন কিমা নিয়ে তাতে একে একে নুন, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরী লংকার গুঁড়ো, গরমমসলার গুঁড়ো, ভাজা ধনে আর জিরের গুড়ো, পাতিলেবুর রস, টোমাটোকেচাপ, আদাকুচি, রসুনকুচি, কাঁচালংকা কুচি, পুদিনাপাতা কুচি আর ধনেপাতা কুচি সব একসাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে মেখে নিতে হবে । আমি এখানে ফ্রোজেন ধনেপাতা পেস্ট ব্যাবহার করেছি কেননা ধনেপাতা সবসময় পাওয়া যায়না ।

  4. 4

    আমি এখানে ফ্রোজেন ধনেপাতা পেস্ট ইউজ করেছি, কেনোনা ধনেপাতা সবসময় পাওয়া যায় না তাই এটা বানিয়ে রাখি। সমস্ত উপকরণ গুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে মেখে ১ ঘন্টার জন্যে ঢেকে ফ্রিজে রেখে দিলাম ।

  5. 5

    এক ঘন্টা পর বের করে এইরকম ভাবে এক একটা ভাগ করে নিলাম ।

  6. 6

    একটা জায়গায় প্রথমে দুটো ডিমকে সামান্য নুন দিয়ে ফেটিয়ে নিলাম আর আরেকটা প্লেটে বিস্কুটের গুঁড়ো নিলাম । আমার এখানে মোট ৪ টে ডিম লাগবে । প্রথমে ২ পরে আবার ২ টো ডিমকে ফেটিয়ে কাটলেট গুলো সেপ দেবো ।

  7. 7

    এবার কাটলেট গুলোকে সেপ দেওয়ার জন্য দুহাতে এরকমভাবে সাদাতেল লাগিয়ে নিতে হবে নয়তো সব হাতে লেগে যাবে কাটলেটের সেপ দেওয়া যাবে না ।

  8. 8

    এক একটা ভাগ নিয়ে দুহাতে এরকম লম্বা করে নিয়ে বিস্কুটের গুঁড়োতে রেখে ভালোভাবে চারিপাশে গুঁড়ো লাগিয়ে এবার আস্তে আস্তে আঙুল দিয়ে চ্যাপটা করতে হবে গুড়োর উপর রেখেই ।

  9. 9

    চ্যাপটা করা হয়ে গেলে এবার ডিমের ব্যাটারে চুবিয়ে বিস্কুটের গুঁড়োতে মাখিয়ে আবার ডিমের গোলায় চুবিয়ে ফের বিস্কুটের মধ্যে দিয়ে ভালোভাবে এপিঠ ওপিঠ করে মাখিয়ে নিতে হবে আঙুল দিয়ে ভালোভাবে চেপে চেপে ।একহাতে ডিম দিয়ে আরেকহাতে বিসকুটের গুঁড়ো লাগালে কাজ করতে সুবিধা হবে ।

  10. 10

    এবার বিস্কুটের গুঁড়ো ভালোভাবে ঝেড়ে নিয়ে কিচেন স্ল্যবের উপর রেখে চপার দিয়ে উপরটা চেপে চেপে সমান করে এভাবে কাটলেটের সেপ দিয়ে নিয়েছি ।

  11. 11

    সবকটাই এভাবে সেইপ দিয়ে দিলাম ।

  12. 12

    এবার প্যানে তেল গরম হতে দিলাম ।তেল গরম করে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কাটলেট গুলো দিয়ে ১০ মিনিট মতো করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে । আস্তে আস্তে ভাজতে হবে নয়তো ভেতরটা ভালো ভাজা হবে না ।

  13. 13

    একপাশ ভাজা হয়ে গেলে উল্টে অপরপাশ ভাজতে দিলাম দুইপাশ লালচে করে ভেজে নামিয়ে নিলাম ।

  14. 14

    এইভাবে সবকটা ভেজে তুললাম ।

  15. 15

    এবার গরম গরম চিকেন কাটলেট সালাড,
    কাসুন্দি আর টোমাটো কেচাপের সাথে পরিবেশন করব ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mithai Choudhury Roy
Mithai Choudhury Roy @cook_15770233
Kalyani
Love to cook and clickMy Insta ac @mithai.roy
আরও পড়ুন

Similar Recipes