চিকেন কাটলেট (Chicken cutlet recipe in Bengali)

Ratna Bauldas
Ratna Bauldas @Ratna_bauldas

#DRC2
জগদ্ধাত্রী পুজো স্পেশাল রেসিপিতে আমি বানিয়েছি চিকেন কাটলেট।

চিকেন কাটলেট (Chicken cutlet recipe in Bengali)

#DRC2
জগদ্ধাত্রী পুজো স্পেশাল রেসিপিতে আমি বানিয়েছি চিকেন কাটলেট।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 300 গ্রামবোনলেস চিকেন
  2. 1 টিবড় পেঁয়াজ
  3. 2 ইঞ্চিআদা
  4. 10-12 টিরসুনের কোয়া
  5. 5-6 টিকাঁচালঙ্কা
  6. 1 মুঠোধনেপাতা কুঁচি
  7. 1/2পাতিলেবুর রস
  8. 5 টিডিম
  9. 2 টিস্লাইস পাঁউরুটি
  10. 1/2 চা চামচগরমমশলা গুঁড়ো
  11. 2 চা চামচগোলমরিচ গুঁড়ো
  12. স্বাদমতোনুন
  13. প্রয়োজন মতোবিস্কুটের গুঁড়ো
  14. পরিমাণ মতোভাজার জন্য সাদাতেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    চিকেন, আদা, রসুন, পেঁয়াজ,কাঁচালঙ্কা, ধনেপাতাকুঁচি, লেবুর রস, একটা ডিম, পাঁউরুটি, গরমমশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, স্বাদমতো নুন মিক্সিতে দিয়ে পেস্ট করে নিতে হবে। পেস্টটা একটা প্লেটে ঢেলে ওর মধ্যে অল্প সাদাতেল, তিন চা চামচ বিস্কুটের গুঁড়ো মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে ।

  2. 2

    চারটে ডিম,,, নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ফেটিয়ে রাখতে হবে। একটা প্লেটে প্রয়োজন মতো বিস্কুটের গুঁড়ো ঢেলে রাখতে হবে।

  3. 3

    এবার ঐ ডো থেকে অনেকটা করে নিয়ে প্রথমে হাত দিয়ে গোল করে নিয়ে তারপর আস্তে আস্তে চ্যাপ্টা করে খুন্তি অথবা ছুরির সাহায্য ডায়মন্ড সেপ দিতে হবে। ইচ্ছে হলে অন্য সেপেরও বানানো যেতে পারে।

  4. 4

    প্রত্যেকটা বানানো হয়ে গেলে প্রথমে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে ডিমের গোলায় চোবাতে হবে। এইভাবে ডবল কোড কোরে ফ্রিজে আধাঘন্টা রেখে দিতে হবে ।

  5. 5

    কড়াইতে পরিমাণ মতো সাদাতেল দিয়ে ঢিমে আঁচে কাটলেট গুলো সোনালী করে ভেজে নিতে হবে । স্যালাড আর কাসুন্দি দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ratna Bauldas
Ratna Bauldas @Ratna_bauldas

Similar Recipes