ফুলকো লুচি আর ঘুগনি (Fulko luchi and ghugni recipe in Bengali)

Gopa Datta
Gopa Datta @cook_20675557
ত্রিপুরা (আগরতলা )

#ক্যুইক ফিক্স ডিনার

ফুলকো লুচি আর ঘুগনি (Fulko luchi and ghugni recipe in Bengali)

#ক্যুইক ফিক্স ডিনার

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. লুচির জন্য
  2. 250 গ্রামময়দা
  3. প্রয়োজন অনুযায়ী সাদা তেল
  4. স্বাদ অনুযায়ীনুন
  5. 1 চা চামচচিনি
  6. ঘুগনি
  7. 250 গ্রামমটর
  8. 2টিপেঁয়াজ
  9. 1টিগোটা রসুন
  10. 1 ইঞ্চিআদা
  11. 6-7টিকাঁচালংকা
  12. 1 চা চামচধনে গুঁড়ো
  13. 1/2 চা চামচজিরে গুঁড়ো
  14. 1/2 চা চামচগোটা জিরে
  15. 2-3টি তেজপাতা
  16. 3 টিছোট আলু
  17. 1 চা চামচগরম মশলা গুঁড়ো
  18. প্রয়োজন অনুযায়ী সর্ষের তেল
  19. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  20. স্বাদ অনুযায়ীনুন
  21. প্রয়োজন অনুযায়ীসাজানোর জন্য শসা ও পেঁয়াজ

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে একটা বোলে ময়দা নুন,চিনি, তেল দিয়ে ময়াম দিয়ে একটু একটু করে জল দিয়ে মেখে একটা ডো বানিয়ে ঢাকা দিয়ে রেখেছি 20 মিনিট l

  2. 2

    20 মিনিট পর একটু ময়দা ছড়িয়ে ডো টা আরো একবার ভালো করে মেখে নিয়ে হাতে একটু তেল নিয়ে আবার মেখে ছোট ছোট লেচি বানিয়ে বেলনা দিয়ে বেলে নিয়েছিl

  3. 3

    তারপর গ্যাস এ কড়াই বসিয়ে তেল দিয়ে একটা করে লুচি ছেঁড়ে ভেজে তুলে নিয়েছি l

  4. 4

    ঘুগনির জন্য প্রথমে মটর গুলি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি 1 রাত্র l

  5. 5

    পরের দিন সকালে আরও একটু জল দিয়ে ধুয়ে নিয়ে নুন দিয়ে কুকারে সেদ্ধ করে নিয়েছি (5 সিটি)l

  6. 6

    আলু গুলি সেদ্ধ করে কেটে নিয়েছি l পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি l

  7. 7

    আদা, রসুন ও কাঁচালংকা মিক্সার এ পেস্ট করে নিয়েছি l

  8. 8

    এবার গ্যাস এ কড়াই বসিয়ে গরম হলে তেল দিয়ে গোটা জিরে ও তেসপাতা পোড়ন দিয়ে পেঁয়াজ কুচি ও সেদ্ধ আলুর টুকরো দিয়ে 2-3 ভেজে

  9. 9

    আদা,রসুন ও কাঁচালংকা পেস্ট,জিরে গুঁড়ো,ধনে গুঁড়ো,লঙ্কার গুঁড়ো,নুন ও হলুদ দিয়ে মিক্স করে আচ কমিয়ে ঢাকা দিয়ে রেখেছি 2 মিনিট l

  10. 10

    মসলা থেকে তেল ছেঁড়ে আসলে জল সহ সেদ্ধ মটর দিয়ে ঢেকে হতে দিয়েছি 5 মিনিট(আচ কমিয়ে) l

  11. 11

    তারপর গরম মসলা দিয়ে নামিয়ে শসা ও পেঁয়াজ দিয়ে সাজিয়ে পরিবেশন করেছি l

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Gopa Datta
Gopa Datta @cook_20675557
ত্রিপুরা (আগরতলা )
আমি রান্নাকে খুব ভালোবাসি। খেতে ও খাওয়াতে ও খুব ভালোবাসি ।অনেক ছোট থেকেই রান্নার খুব শখ ছিলো..
আরও পড়ুন

Similar Recipes