মোরগ পোলাও(morog polau recipe in Bengali)

Mithai Choudhury Roy
Mithai Choudhury Roy @cook_15770233
Kalyani

#ক্যুইক ফিক্স ডিনার

মোরগ পোলাও(morog polau recipe in Bengali)

#ক্যুইক ফিক্স ডিনার

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা ৪০ মিনিট া
৫ জন
  1. চিকেনের জন্য ঃঃ
  2. ১ কেজি চিকেন
  3. ১ কাপ টকদই
  4. ৩ কাপ (২৫০গ্রাম- ৩০০ গ্রাম)পেঁয়াজ কুচি
  5. ১ চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো
  6. ১ টেবিল চামচ /স্বাদ মতো নুন
  7. ১/২ কাপ ঘি
  8. ৩ টেবিল চামচ আমন্ড পেস্ট
  9. ১ কাপ দুধ
  10. ৩ টেতেজপাতা
  11. ৩ টে দারচিনি
  12. ৪ টে এলাচ
  13. ২ টো বড় এলাচ
  14. ৮ টা লবঙ্গ
  15. ১ টেবিল চামচ আদাবাটা
  16. ১ টেবিল চামচ রসুনবাটা
  17. ১ টেবিল চামচ কাঁচালংকা বাটা (স্বাদ মতো)
  18. ১ চা চামচ চিনি
  19. পোলাও এর জন্য
  20. ৭৫০ গ্রাম গোবিন্দভোগ চাল
  21. ১/২ কাপ ঘি
  22. ২ কাপ দুধ
  23. ৩ টে তেজপাতা
  24. ৩ টে দারচিনি
  25. ৪ টে ছোটো এলাচ
  26. ২ টো বড়ো এলাচ
  27. ১ চা চামচ নুন
  28. ২ টো আলুবোখারা
  29. ১ টেবিল চামচ কিসমিস
  30. ১ টেবিল চামচ কেওড়াজল
  31. ১ টাসাজানোর জন্য ডিম সেদ্ধ

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা ৪০ মিনিট া
  1. 1

    চিকেনটা ভালোভাবে ধুয়েজল ঝড়তে দিলাম ৩০ মিনিটের জন্য ।

  2. 2

    চিকেনটা ম্যারিনেট করবার জন্য দই, নুন আর লংকাগুড়ো নিয়ে নিলাম । দইএর সাথে নুন ও লংকাগুড়ো খুব ভালো করে ফেটিয়ে তারপর মাংসের সঙ্গে ভালোকরে মেখে ঢাকা দিয়ে রেখে দিলাম ১ ঘন্টার জন্যে ।

  3. 3

    এবার কড়াইয়ে ঘি দিয়ে গরম হলে তারমধ্যে ফোড়নের মশলাগুলো দিয়ে লো ফ্লেমে ভাজতে হবে । যতক্ষন না পর্যন্ত মশলাগুলো দিয়ে একটা সুন্দর অ্যারোমা বের হচ্ছে । মশলাগুলো ভাজা হলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে ভেজে নিলাম ।

  4. 4

    পেয়াজটা ভালোভাবে ভাজা হলে তাতে লংকাবাটা, আদাবাটা, রসুনবাটা আর সামান্য গরমজল দিয়ে ভালোভাবে মিশিয়ে নাড়তে হবে লো ফ্লেমে । জলটা দিলে মশলাটা ভালোমতো কষানো হয় । আর পুড়েও যায়না।

  5. 5

    মশলাটা যখন পুরোপুরি কষানো হয়ে যাবে তখন তাতে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালোভাবে কষাতে হবে ।

  6. 6

    এবার প্রথমে ১০ মিনিট হাই ফ্লেমে রান্না করে তারপর ঢেকে পুরো রান্না করতে হবে তবে মাঝেমধ্যে নেড়ে নিতে হবে নইলে তলা ধরে যাবে।

  7. 7

    চিকেনটা যখন ঠিক এইরকম পর্যায়ে চলে আসবে তখন দেবো ৩ টেবিল চামচ আমন্ডবাটা । এতে চিকেনে টেস্ট তো আসবেই আর ঝোলটাও বেশ গাঢ়ো হবে ।

  8. 8

    পেঁয়াজটা ভালোমতো ভাজা হলে তাতে লাংকাবাটা, আদাবাটা আর রসুনবাটা দিয়ে সাথে একটু গরমজল দিয়ে লো ফ্লেমে কষিয়ে নিতে হবে । অনবরত নাড়তে হবে নইলে তলা লেগে যাবে ।

  9. 9

    এবার একটু নেড়ে নিয়ে এককাপ দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে আবার ঢেকে রাখলাম । বাকী রান্নাটা এবার ঢাকা দিয়ে ছেড়ে দেবো ধীরে ধীরে হবে । এতে চিকেনটাও সিদ্ধ হবে আর গ্রেভিটাও বেশ মাখোমাখো হয়ে আসবে ।

  10. 10

    ঢাকা দওয়ার আগে দুধটা দিয়ে ১ চা চামচ চিনি দিয়ে মিশিয়ে নিলাম । যেহেতু রান্নায় দই আছে তাই চিনি দিলে টেস্টের ব্যালান্সটা প্রপার হবে।

  11. 11

    অপরদিকে প্যান বসিয়ে তাতে ঘি দিয়ে গরম হলে তারমধ্যে ফোঁড়নের মশলাগুলো দিয়ে লো ফ্লেমে ভাজতে হবে অ্যরোমা বের হওয়া পর্যন্ত ।

  12. 12

    এবার ধুয়ে শুকিয়ে রাখা চাল দিয়ে নাড়তে হবে সমানে । মিডিয়াম ফ্লেমে ৭ - ৮ মিনিট মতো চালটাকে ভাজতে হবে সুন্দর করে । ভাজতে ভাজতে যখন চালটা প্যানের গা ছেড়ে দেবে আর বেশ একটা শনশন শব্দ হবে তখন পরিমান মতো ফোটানো জল ঢেলে দিতে হবে । আমি এখানে চালের ডাবল জল ব্যাবহার করেছি। তাতে ডাবল জলের থেকে ২ কাপ জল তুলে তার পরিবর্তে ২ কাপ দুধ দিয়েছি। পোলাও রান্নার একটা বিশেষত্ব হল দুধ৷ পুরো ডাবল জল আর দুধ দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে রান্না করব জলটা একটু টানা পর্যন্ত ।

  13. 13

    তারপর ঢেকে রাখতে হবে চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত । চালটা যখন ঠিক এইরকম পর্যাশে আসবে তখন অর্েকটা ভাত তুলে রাখতে হবে । লেয়ার করার জন্য ।

  14. 14

    ওদিকে চিকেনটা এখন পুরো তৈরি । চিকেন আর মশলা আলাদা করে ভাতের মধ্যে মশলাটা মিশিয়ে উপর দিয়ে চিকেনগুলো দিয়ে সাজিয়ে তারউপর আবার ভাতের লেয়ার দিয়ে উপর দিয়ে কিশমিশ, আলুবোখারা, কাঁচালংকা আর কেওড়াজল দিয়ে লো ফ্লেমে ঢেকে রান্না করতে হবে ২০ মিনিট ।

  15. 15

    ২০ মিনিট পর চালটা কত সুন্দর সিদ্ধ হয়েছে আর ঝরঝরাও পুরো মানে একদম পারফেক্ট ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mithai Choudhury Roy
Mithai Choudhury Roy @cook_15770233
Kalyani
Love to cook and clickMy Insta ac @mithai.roy
আরও পড়ুন

Similar Recipes