ডিমের ডেভিল(dimer devil recipe in Bengali)

Sreyashee Mandal
Sreyashee Mandal @cook_24442016
Khardah

#স্ন্যাক্স
ডিম আমাদের কার না ভালো লাগে, তাই না?সকালে, দুপুরে, বিকেলে, রাত্রে ডিমের যেন জুড়ি মেলা ভার। একে বাইরে বৃষ্টি, তাই মন তো চাইবেই,একটু চা এর সাথে ভালো মন্দ 'টা'-ও হোক। মনের কথা না শুনলে চলে বলুন তো? তাই ঝটপট চলে গেলুম হেঁশেলে, আর বাড়ির সবার জন্য বানিয়ে ফেললাম গরমাগরম 'টা' থুড়ি ডিমের ডেভিল।

ডিমের ডেভিল(dimer devil recipe in Bengali)

#স্ন্যাক্স
ডিম আমাদের কার না ভালো লাগে, তাই না?সকালে, দুপুরে, বিকেলে, রাত্রে ডিমের যেন জুড়ি মেলা ভার। একে বাইরে বৃষ্টি, তাই মন তো চাইবেই,একটু চা এর সাথে ভালো মন্দ 'টা'-ও হোক। মনের কথা না শুনলে চলে বলুন তো? তাই ঝটপট চলে গেলুম হেঁশেলে, আর বাড়ির সবার জন্য বানিয়ে ফেললাম গরমাগরম 'টা' থুড়ি ডিমের ডেভিল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০-৪৫ মিনিট
৩ জন
  1. ৩টে ডিম সিদ্ধ, মাঝখান থেকে সমান দুভাগ করে কাটা
  2. ২ টো বড় আলু সিদ্ধ
  3. ১ টা বড় পেঁয়াজ কুচি
  4. ৩ টুকরো আদা থেঁতো
  5. ২ টুকরো রসুন থেঁতো
  6. ২ টা কাঁচা লঙ্কা কুচি
  7. স্বাদ মতোনুন, চিনি,
  8. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  9. ১/২ চা চামচজোয়ান, কালোজিরে ফোঁড়নের জন্য
  10. ২ টেবিল চামচ সর্ষের তেল পুর বানানোর জন্য
  11. পরিমাণ মতোসাদা তেল ডেভিল ভাজার জন্য
  12. ৪ টেবিল চামচ বেসন নিয়ে জলে গুলতে হবে বা ২টো ডিমের ব্যাটার
  13. ১ কাপ বিস্কিটের গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৩০-৪৫ মিনিট
  1. 1

    প্রথমে ডিম ও আলু সিদ্ধ করে নিতে হবে। ডিম গুলো সুতো দিয়ে সমান দুভাগে ভাগ করে নিতে হবে।

  2. 2

    কড়াইতে ২ টেবিল চামচ সঃতেল দিয়ে তার মধ্যে জোয়ান ও কালোজিরে ফোঁড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, আদা, রসুন পেস্ট, লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভেজে তার মধ্যে সেদ্ধ করা আলু হাতে স্ম্যাশ করে দিয়ে সামান্য হলুদ, পরিমাণমতো নুন, সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে পুর টা রেডি করে ঠান্ডা হতে দিতে হবে।

  3. 3

    একটা বাটিতে বেসন নিয়ে তার মধ্যে জল, সামান্য নুন দিয়ে একটা ব্যাটার বানাতে হবে। বেসনের বদলে ডিমের গোলাও ব্যবহার করা যেতে পারে। তবে আমি এক্ষেত্রে বেসন ব্যবহার করেছি।

  4. 4

    এরপর সিদ্ধ ডিমের একদিকে আলুর পুর টা ভালো করে লাগিয়ে ডিমের আকারে গড়ে নিতে হবে।

  5. 5

    কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে ভালো ভাবে গরম করতে দিতে হবে।

  6. 6

    তেল গরম হয়ে এলে, আলুর পুর মাখানো সিদ্ধ ডিম গুলো বেসনের গোলায় চুবিয়ে, বিস্কুটের গুঁড়ো মাখিয়ে গরম তেলে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। ভালো করে দুই দিক লাল করে ভেজে নিয়ে গরমাগরম পরিবেশন করুন ডিমের ডেভিল। বর্ষার সন্ধ্যা এক্কেবারে জমে উঠবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sreyashee Mandal
Sreyashee Mandal @cook_24442016
Khardah

Similar Recipes