ডিমের ডেভিল (Dimer Devil recipe in Bengali)

Shyamoli Guha
Shyamoli Guha @cook_24991283

#স্ন্যাক্স
#hooghlyfoodiesclub

ডিমের ডেভিল (Dimer Devil recipe in Bengali)

#স্ন্যাক্স
#hooghlyfoodiesclub

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
২ জন
  1. ২ টি ডিম
  2. ২ টি বড় আলু সেদ্ধ
  3. পুর বানানোর জন্য
  4. ২ টো পেঁয়াজ কুচি
  5. ১ ইঞ্চি আদা কুচি
  6. ৫ টি রসুন কুচি
  7. স্বাদমতোনুন
  8. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  9. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  10. ১ চা চামচ জিরে গুঁড়ো
  11. ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  12. ৪ টে কাঁচা লঙ্কা কুচি
  13. ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার
  14. প্রয়োজন মতবিস্কুট গুঁড়ো
  15. পরিমানমতোভাজা মসলার জন্য
  16. ১ টেবিল চামচ গোটা জিরে
  17. ১ চা চামচ গোটা ধনে
  18. ২ টি শুকনো লঙ্কা
  19. ২ টো এলাচ
  20. ২ টো দারচিনি
  21. প্রয়োজন মতজল
  22. প্রয়োজন মতভাজার জন্য সাদা তেল।

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    ডিম সেদ্ধ করে ২ পিস করে নিতে হবে।

  2. 2

    আলু সেদ্ধ করে নিতে হবে

  3. 3

    গোটা জিরে ধনে শুকনো লঙ্কা এলাচ দারচিনি একটা শুকনো খোলায় ভেজে গুড়িয়ে নিতে হবে।

  4. 4

    করাই টে একটু সাদা তেল দিয়ে তাতে পিয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা রসুন কুচি দিয়ে ভাজতে হবে। তার মধ্যে হলুদ ও লঙ্কা গুরো দিয়ে মসলা ভাজতে হবে এরপর আলাসেদ্ধ ট দিয়ে আবার ভালো করে ভেজে নিতে হবে।তারপর ভাজা মসলা দিতেহবে।নেরেছেরে নামিয়ে নিতে হবে

  5. 5

    পুর একটু ঠাণ্ডা হলে ডিম তাকে পুর দিয়ে মুড়িয়ে দিতে হবে।

  6. 6

    কর্নফ্লাওযার জলের মধ্যে গুলে পাতলা ব্যাটা র করে নিতে হবে।

  7. 7

    এরপর ডিম গুলো একবার ব্যাটারে ডুবিয়ে বিস্কুট গুরো মাখিয়ে নিতে হবে অাবার কর্নফ্লাওয়ার গোলাই ডুবিয়ে বিস্কুট গুরো মাখিয়ে নিতে হবে।

  8. 8

    করাইতে বেশ অনেকতো তেল গরম করে ডিমের ডেভিল গুলো ভাজতে হবে।

  9. 9

    তারপর কাসুন্দি ও সস দিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shyamoli Guha
Shyamoli Guha @cook_24991283

মন্তব্যগুলি (2)

Similar Recipes