ডিমের ডেভিল (dimer devil recipe in bengali)

Peeyaly Dutta
Peeyaly Dutta @cook_26277530

#ebook2
বাংলা নববর্ষ
ডিমের ডেভিল খেতে আমরা সকলেই পছন্দ করি।

ডিমের ডেভিল (dimer devil recipe in bengali)

#ebook2
বাংলা নববর্ষ
ডিমের ডেভিল খেতে আমরা সকলেই পছন্দ করি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. ৬ টা আলু সেদ্ধ করে নেওয়া
  2. ১ টা বড় পেঁয়াজ কুচি করে নেওয়া
  3. ১/২ চা চামচ আদা বাটা
  4. স্বাদ অনুযায়ীনুন আর চিনি
  5. ৪ টে ডিম সেদ্ধ করা
  6. ১/৪ চা চামচহলুদ
  7. ২ কাপ সরষের তেল ভাজার জন্য
  8. ২ চা চামচ ধনেপাতা কুচি সামান্য
  9. ১ কাপ পাউরুটির গুঁড়ো
  10. ১/২ চামচজিরা, ধনে,গুঁড়ো
  11. ১/২ চা চামচ লঙ্কার গুঁড়ো
  12. ১/২ চা চামচ লঙ্কা কুচি
  13. ১/৪ চা চামচ গরম মশলার গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমেই ডিম,আলু, সেদ্ধ করে নিতে হবে।

  2. 2

    একটা বাটিতে আলু সেদ্ধ, পেঁয়াজ কুচি, আদা বাটা, জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো,লঙ্কা গুঁড়ো, হলুদ গুরো,নুন,চিনি, লঙ্কা কুচি, দিয়ে ভালো করে চটকে মাখতে হবে।

  3. 3

    এবার কড়াইতে সামান্য সরষে তেল গরম করে আলুর মাখাটা দিয়ে দিতে হবে। এবার এটা ভালো করে কষাতে হবে। আলুর মিশ্রণটা যখন একটু শক্ত হয়ে আসবে তখন ওর মধ্যে ধনেপাতা কুচি, ও গরম মসলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

  4. 4

    মিশ্রণটি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

  5. 5

    এবার আলুর পুর টা হাতের তালুতে নিয়ে বাটির মতো করে নিতে হবে এর মধ্যে ডিমটা দিয়ে তার উপর আলুর কিছুটা অংশ দিয়ে চাপা দিয়ে দিতে হবে এবং চপের আকারে গড়ে নিতে হবে।

  6. 6

    এবার এই চপটার গায়ে পাউরুটির গুঁড়ো লাগিয়ে নিতে হবে তাহলেই চপগুলো ভাজার জন্য রেডি হয়ে যাবে।

  7. 7

    এইভাবে সব কটা চপ বানিয়ে নিতে হবে এবং বানানো হয়ে গেলে ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে।

  8. 8

    এবার কড়াইতে সরষের তেল গরম করে সব চপ গুলো একে একে ভেজে নিতে হবে ।ভাজা হলে নামিয়ে সুন্দর করে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন ডিমের ডেভিল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Peeyaly Dutta
Peeyaly Dutta @cook_26277530

Similar Recipes