লেমন রাইস(lemon rice recipe in Bengali)

Mousumi Mandal Mou
Mousumi Mandal Mou @cook_16067991

#প্রিয় লাঞ্চ রেসিপি

লেমন রাইস(lemon rice recipe in Bengali)

#প্রিয় লাঞ্চ রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

35 মিনিট
2 জন
  1. ভাত তৈরির জন্য
  2. 1.5 কাপচাল
  3. পরিমান মতো জল
  4. 1/৪ চা চামচ লবণ
  5. 1/2 চা চামচগোটা জিরে
  6. 1/2টেবিল চামচ লেবুর রস
  7. 1/3 চা চামচহলুদ
  8. অন্যান্য উপকরণ
  9. 1টেবিল চামচ তেল
  10. 1/2 চা চামচগোটা সর্ষে
  11. 1/2 চা চামচছোলার ডাল
  12. 1/2 চা চামচউড়াদ ডাল
  13. 2টি শুকনো লঙ্কা
  14. 2টেবিল চামচ পিনাট
  15. 1/2 চা চামচআদা কুঁচি
  16. 8-10 টা কারিপাতা
  17. 1/2 চা চামচলবণ
  18. 1.5টেবিল চামচ লেবুর রস

রান্নার নির্দেশ সমূহ

35 মিনিট
  1. 1

    প্রথমে কড়াইতে জল দিতে হবে।তারপর লবণ,গোটা জিরে দিতে হবে।জল ফুটে উঠলে চাল দিতে হবে।চাল মোটামুটি সিদ্ধ হয়ে গেলে লেবুর রস দিয়ে অর্ধেকটা ভাত তুলে নিতে হবে।তারপর বাকি অর্ধেকে হলুদ দিয়ে 1 মিনিট মতো ফোটানোর পর নামিয়ে নিতে হবে।তাহলেই লেমন রাইসের জন্য ঝর ঝরে ভাত রেডি।

  2. 2

    লবণ,জিরে,হলুদ,লেবুর রস না দিয়েও সাধারণ যেমন ভাত হয় সেই রকম ভাত বানিয়ে নিতে পারেন।এখানে আমি চাল সিদ্ধের সময় এই কারণেই হলুদ দিয়েছি যাতে সাদা ও হলুদ দুই ধরণের ভাত করে নিতে পারি,তাতে দেখতে সুন্দর লাগবে।মূল রান্নার সময় আর হলুদ দেওয়ার দরকার নেই।এমনি সাদা ভাতও নিতে পারেন,সেক্ষেত্রে রান্নার সময় হলুদ দেবেন। জিরে ও লেবুর রস দিয়েছি ফ্লেভার আনার জন্য।

  3. 3

    এরপর মূল রান্নাটা করতে হবে।তারজন্য প্যানে তেল দিতে হবে।তেল গরম হলে সর্ষে,ছোলার ডাল, উড়াদ ডাল,শুকনো লঙ্কা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করতে হবে।

  4. 4

    তারপর পিনাট,আদা কুঁচি,কারীপাতা দিতে হবে।

  5. 5

    এরপর দুই ধরণের ভাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণ দিতে হবে।

  6. 6

    সব শেষে লেবুর রস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে।

  7. 7

    তাহলেই রেডি চট জলদি তৈরি হয়ে যাওয়া লাঞ্চ "লেমন রাইস"। চাটনি,প্লেন দই,পাঁপড় বা রাইতার সাথে পরিবেশন করতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mousumi Mandal Mou
Mousumi Mandal Mou @cook_16067991

Similar Recipes