রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

50 মিনিটস
2জন
  1. 500 গ্রামচিকেন
  2. 2টি মাঝারি পেঁয়াজ কুচি
  3. ১ টেবিল চামচ আদা রসুন লঙ্কা বাটা
  4. 1/2 কাপটমেটো বাটা
  5. 1 টেবিল চামচজিরে গুঁড়ো ধনে গুঁড়ো
  6. পরিমান মতোগরম মসলা গুঁড়ো
  7. 1 টিতেজপাতা
  8. 1টিশুকনো লঙ্কা
  9. স্বাদ মতো,নুন,চিনি
  10. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  11. 1 টেবিল চামচলঙ্কা গুঁড়ো
  12. 1 টেবিল চামচগোলমরিচ গুঁড়ো
  13. পরিমান মতোতেল
  14. 3টি এলাচ
  15. 4 টিলবঙ্গ
  16. 1 ইঞ্চিদারচিনি

রান্নার নির্দেশ সমূহ

50 মিনিটস
  1. 1

    প্রথমে চিকেন ভালো করে ধুয়ে নুন,1টেবিল চামচ তেল,হলুদ,আদা.রসুনলঙ্কা বাটা,গোলমরিচ গুঁড়ো,জিরে ধনে গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে 30 মিনিটস

  2. 2

    এবার করাই তে তেল দিয়ে তেজপাতা,শুকনো লঙ্কা গোটা গরম মসলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচু ভালো করে ভেজে টমেটো বাটা,নুন দিয়ে ভালো করে কোষে নিতে হবে

  3. 3

    .লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো মেশাতে হবে.তেল ছেড়ে আসলে চিকেন দিয়ে হাই ফ্লেম এ 5 মিনিটস কষিয়ে লো ফ্লেম করে ঢেকে দিতে হবে ।মাঝে মাঝে নেড়ে দিতে হবে

  4. 4

    এবার চিকেন সেদ্ধ হয়ে গেলে সামান্য চিনি অ্যাড করে নুন চেক করে নিতে হবে ‌ এবার গরম মসলা র এক চামচ ঘি দিয়ে 5 মিনিটস ঢেকে রেখে পরিবেশন করতে হবে, গ্রেভি নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নেওয়া যাবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

দ্বারা রচিত

APARUPA BISWAS
APARUPA BISWAS @cook_20786027
Bhubaneswar

Similar Recipes