আলুর খাস্তা কচুরি (alur khasta kochuri recipe in Bengali)

Barnali Saha
Barnali Saha @Barnali_23

#নোনতা। # দ্বিতীয় সপ্তাহ

আলুর খাস্তা কচুরি (alur khasta kochuri recipe in Bengali)

#নোনতা। # দ্বিতীয় সপ্তাহ

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 2 কাপময়দা (বড় কাপ)
  2. 4টেবিল চামচ সাদা তেল মাখার জন্য
  3. 2 চা চামচ ঘি মাখার জন্য
  4. স্বাদ অনুযায়ীলবণ
  5. 4টি আলু
  6. 2 চা চামচ ভাজা মসলা (ধনে, জিরা, শুকনো লঙ্কা)
  7. 2 চা চামচ ধনেপাতা কুচি
  8. 1 চা চামচবিট নুন
  9. প্রয়োজন অনুযায়ীসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে আলু গুলোকে সিদ্ধ করে নিতে হবে।

  2. 2

    এবার ময়দা টিকে ঘি, সাদা তেল, লবণ দিয়ে ময়ন দিয়ে জল দিয়ে মেখে নিতে হবে। কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিতে হবে।

  3. 3

    এবার আলু টিতে ভাজা মসলা, বিটনুন,ধনেপাতা কুচি দিয়ে ভাল করে মেখে নিতে হবে।

  4. 4

    এবার ময়দা থেকে লেচি কেটে, ছোট ছোট করে একটু মোটা করে বেলে তারমধ্যে আলুর পুর ভরে মুখটাকে বন্ধ করে দিতে হবে।

  5. 5

    এবার কড়াইতে সাদা তেল গরম করে, একদম কম আঁচে দিয়ে কচুরি গুলোকে ছেড়ে দিতে হবে।

  6. 6

    খাস্তা কচুরি করার জন্য আঁচ টিকে কম করেই রাখতে হবে।

  7. 7

    কচুরি গুলো লাল লাল রং এলে তাহলেই হয়ে যাবে তখন কড়াই থেকে নামিয়ে নিতে হবে।

  8. 8

    চায়ের সঙ্গে দারুন জমবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Barnali Saha
Barnali Saha @Barnali_23

Similar Recipes