রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 min
4 জন (8টি)
  1. 2টি বড়,খোসা ছাড়ানো সেদ্ধ আলু
  2. 2 চা চামচআদা-জিরা বাটা
  3. 1 চিমটিহিং
  4. 1 চা চামচধনে গুঁড়ো
  5. 1 চা চামচচাট মশলা
  6. 0.5 চা চামচহলুদ গুঁড়ো
  7. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  8. 1 চা চামচচানা মশলা (ঐচ্ছিক )
  9. 150 গ্রামবেসন
  10. 0.5 চা চামচবেকিং সোডা
  11. স্বাদ মতনুন
  12. পরিমাণ মতোডিপ ফ্রাই করার জন্য রিফায়েন্ড তেল
  13. 8-9টি বাদাম

রান্নার নির্দেশ সমূহ

30 min
  1. 1

    প্রথমে বাদাম গুলো তেলে ভেজে তুলে রাখুন। এরপর অল্প তেল দিয়ে তাতে একে একে হিং,হলুদ, লঙ্কা গুঁড়ো, আদা-জিরা বাটা, ধনে গুঁড়ো, চানা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিন। এর পর চাট মশলা ও প্রয়োজন মতো নুন দিয়ে একটু নেড়েচেড়ে স্ম্যাসড্ আলু গুলো কড়াইতে দিয়ে একটু নেড়েচেড়ে নিন। এরপর নামিয়ে তাতে বাদাম ভাজা গুলো একটু ছোটটুকরো করে মিশিয়ে নিন। পুর রেডি।

  2. 2

    পুর একটু ঠান্ডা হলে তাকে ছোট ছোট অংশে ভাগ করে প্রত্যেকটা গোল করে তার পর চ্যাপ্টা করে নিন (ছবির মতো)। এরপর তাতে ওপর থেকে বেসন ছড়িয়ে দিন।

  3. 3

    একটা বাটিতে বেসন নিয়ে তাতে বেকিং সোডা, নুন মিশিয়ে জল দিয়ে ব্যাটারি বানাতে হবে। ব্যাটারে নুনের মাত্রা ঠিক মতো হওয়া খুব জরুরী না হলে চপ খেতে ভালো লাগবে না । ব্যাটারের ঘনত্ব কেকের ব্যাটারের মতোই হবে। এরপর পুর গুলো ব্যাটারে ডুবিয়ে তেলে ডিপ ফ্রাই করলেই রেডি নিরামিষ চপ।

  4. 4

    ডিপ ফ্রাই করার সময় আঁচ কমিয়ে,সময় নিয়ে চপ বাজলে চপের কোটিং টা খাস্তা হবে। এই চপ একটু চাট মশলা বা সস্-এর সাথে সার্ভ করতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Madhurima Dhar Roy
Madhurima Dhar Roy @cook_24701286

মন্তব্যগুলি (3)

Debjani Mistry Kundu
Debjani Mistry Kundu @cook_22986642
একবার ট্রাই করে দেখবো, ভীষণ লোভনীয়।

Similar Recipes