ম্যাকারনির পায়েস (macaroni payesh recipe in Bengali)

Jharna Shaoo
Jharna Shaoo @jharnashaoo_01

#মিষ্টি

ম্যাকারনির পায়েস (macaroni payesh recipe in Bengali)

#মিষ্টি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
4-5 জনের জন্য
  1. 100গ্ৰাম ম্যাকরনি
  2. 100গ্ৰাম চিনি
  3. 25গ্ৰাম বাতাসা
  4. 1 লিটারদুধ
  5. 4 চা চামচ গুঁড়ো দুধ
  6. 1টি তেজপাতা
  7. 1 চা চামচগাওয়া ঘি
  8. 1/2 চা চামচএলাচ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    প্রথমে ম্যাকারনি গুলো জল দিয়ে ধুয়ে নিয়ে একটি প্রেসার কুকারে হাপ লিটার দুধ ও পঁচিশ গ্ৰাম বাতাসা এবং এক চিমটি নুন দিয়ে, গ্যাসের আঁচ কম করে দুটো সিটি দিয়ে সিদ্ধ করতে হবে।

  2. 2

    তাঁরপর কড়াতে 1টেবিল চামচ গাওয়া ঘি ও তেজপাতা দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করা ম্যাকারনি গুলো কড়াতে ঢেলে দিতে হবে। বাকি হাপ লিটার দুধটাও ঢেলে দিতে হবে।

  3. 3

    এবার কড়ার ম্যাকারনি মিশ্রিত দুধটা ঘন হয়ে এলে, চার চা চামচ গুঁড়ো দুধ গুলে কড়াতে ঢেলে দিতে হবে। এবার ম্যাকারনি গুলো বেশ ঘন হয়ে এলে, হাপ চা চামচ এলাচ গুঁড়ো দিয়ে ম্যাকারনির পায়েস একটি পাত্রে ঢেলে পেস্তা কুচি ও এলমন্ড কুচি সাজিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jharna Shaoo
Jharna Shaoo @jharnashaoo_01
আমি রান্না করতে ভালবাসি, নিত্য নতুন রান্না কুকপ্যাড থেকে শিখে বানানোর চেষ্টা করি।
আরও পড়ুন

Similar Recipes