আমের টক ঝাল মিষ্টি আচার (aamer tok jhaal mishti achaar recipe in Bengali)

Amrita Gupta
Amrita Gupta @cook_24781311

#তেতো/টক
দেখেই তো জিভ দিয়ে জল পড়ছে নিশ্চয়- আরে আঁচার মানেই তো তাই। বাঙালি অবাঙালি সবারই ভীষণ পছন্দের জিনিস এটা। আর স্পেশালি এই আঁচারটা ভাত, রুটি, পরোটা, শুধু মুখে সর্বত্রই অসাধারণ লাগে।

আমের টক ঝাল মিষ্টি আচার (aamer tok jhaal mishti achaar recipe in Bengali)

#তেতো/টক
দেখেই তো জিভ দিয়ে জল পড়ছে নিশ্চয়- আরে আঁচার মানেই তো তাই। বাঙালি অবাঙালি সবারই ভীষণ পছন্দের জিনিস এটা। আর স্পেশালি এই আঁচারটা ভাত, রুটি, পরোটা, শুধু মুখে সর্বত্রই অসাধারণ লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০-৬০ মিনিট
  1. ৫০০ গ্রাম আম (খোসা ছাড়িয়ে গ্রেডার মেশিনে ঝিরি করে গ্রেড করে/কুড়িয়ে নেওয়া)
  2. ২০০ গ্রাম গুড়
  3. ১ চা চামচ নুন
  4. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  5. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  6. ১ চা চামচ বিটলবন
  7. ১/২ চা চামচ ভিনিগার
  8. ২ চা চামচ ভাজা মশলা(পাঁচফোড়ণ, শুকনো লঙ্কা, মৌড়ি শুকনো খোলায় উলিয়ে গুঁড়ো করে নেওয়া)
  9. ১ টেবিল চামচ সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

৪০-৬০ মিনিট
  1. 1

    কোড়ানো আম নুন দিয়ে মাখিয়ে মিনিট দশেক রেখে একটা সুতির কাপড়ে নিয়ে ভালো করে জলটা নিঙড়ে নিতে হবে। এতে আমের এক্সট্রা টক ভাব এবং কষ দুই চলে যাই।

  2. 2

    তারপর আমের সাথে গুড়টা মেখে জল ছাড়া অব্দি রেখে দিতে হবে, এতে করে আম পাক দিতে সময় এবং আঁচ দুটোই কম লাগে।

  3. 3

    এবার কড়ায়ে সরষের তেল দিয়ে গুড় মাখানো আমটা দিয়ে হাই ফ্লেমে নাড়তে হবে। এই সময় টক নুন মিষ্টি টা চেক করে নিতে হবে, দরকার হলে নুন মিষ্টি অ্যাড করা যেতে পারে।

  4. 4

    এরপর লঙ্কা গুঁড়ো, হলুদ, বিটলবন দিতে হবে। আম মজে এলে ভিনিগার দিতে হবে, এটা প্রেজারভেটিভের কাজ করে।

  5. 5

    আঁচার ভালো মতো পাক হয়ে গেলে ভাজা মশলা টা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাস অফ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে।

  6. 6

    তারপর কাঁচের বয়ামে ভরে রেখে দিন আর খান ব্যাস। এক বছর অব্দি একদম ভালো থাকবে এই আঁচার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Amrita Gupta
Amrita Gupta @cook_24781311

Similar Recipes