আলু দিয়ে পাঁঠার মাংসের ঝোল (Alu diye Pathar Mangsher Jhol Recipe in Bengali)

Tanzeena Mukherjee
Tanzeena Mukherjee @Tanzeena_M19

#ebook2
বাংলা নববর্ষ

বাংলা নববর্ষ মানেই খাওয়াদাওয়া এবং আমাদের পরিবারে তা সবসময়ই হয়ে এসেছে মূলত পারম্পরিক খাওয়া দাওয়া।

আজ আমি ইবুক২ এর প্রথম থিম নববর্ষে আমার প্রথম রেসিপি শেয়ার করছি। পাঁঠার মাংস আমাদের পরিবারে নববর্ষের একটি বাধ্যতামূলক ডিশ। মাংসের ঝোল আমার মা খুব বানাতেন।

বাঙালীর নববর্ষে আমাদের তো বটেই অনেকেরই মাংসের এই বেসিক ডিশটি অত্যন্ত পছন্দের। আসলে মাংসের যাই বানাই না কেন আমাদের পরিবারে পাঁঠার মাংসে আলু এবং ঝোলের কদর খুব বেশী; এবং বেশীর ভাগ সময় আলু রাখা হয় খোসা সুদ্ধ; নববর্ষের রান্নাতে এই ডিশটি আমিও খুবই বানাই।

অনেক পদ্ধতিতে বানানো হয় মাংসের ঝোল; আজ আমি যে পদ্ধতিতে বানাই সেটি শেয়ার করলাম। এই পদ্ধতিতে মাংস ম্যারিনেট করার প্রয়োজন নেই। মা, ঠাকুমাদের সময়ে এখনকার মতো এত ম্যারিনেট করার সময়ও ছিল না, রেওয়াজও ছিল না।

আমি সাধারণত কষানোর অংশ কড়াইতে এবং তারপর প্রেশার কুকারে লো আঁচে ৩০ মিনিট মত বা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করি; আপনি চাইলে কড়াইতেও করতে পারেন। আশা করি সবার ভালো লাগবে।

আরও পড়ুন
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

১ ঘন্টা ৩০ মিনিট
৬-৭ জন
  1. ১ কিলো পাঁঠার মাংস
  2. ১.৫ কাপ লম্বা পাতলা করে কাটা পেঁয়াজ
  3. ৫টি মাঝারি সাইজের আলু
  4. ৬টি ছোট এলাচ
  5. ৬টি লবঙ্গ
  6. ২টি দারচিনি
  7. ৪টি শুকনো লঙ্কা
  8. ৪টি তেজপাতা
  9. ৩ চা চামচ চিনি
  10. ৬ চা চামচ নুন
  11. ৩ চা চামচ হলুদ গুঁড়ো
  12. ১ চা চামচ ধনে গুঁড়ো
  13. ১ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো
  14. ৪০ গ্রাম আদা
  15. ৫ কোয়া রসুন
  16. ১ চা চামচ কাঁচালঙ্কা বাটা
  17. ১/২ কাপ ফেটানো দই
  18. ১/২ চা চামচ গরম মশলা
  19. ৪ টেবিল চামচ সর্ষের তেল
  20. ২ লিটার জল (যতটা ঝোল রাখতে চান তার উপর নির্ভর করছে)
  21. ২টি কাঁচালঙ্কা (শুধুমাত্র সাজানোর জন্য)
  22. প্রয়োজন অনুযায়ী ধনেপাতা (শুধুমাত্র সাজানোর জন্য)

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা ৩০ মিনিট
  1. 1

    প্রথমে মাংস ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর পেঁয়াজ পাতলা এবং লম্বা করে কেটে নিতে হবে। আলু মাঝখান থেকে দুভাগ করে কেটে নিতে হবে। তারপর সব উপকরণগুলিকে এক জায়গায় করে নিলে রান্না করতে সুবিধা হবে।

  2. 2

    আদা এবং রসুন একসঙ্গে থেতো নিতে হবে। কাঁচালঙ্কাও থেতো করে নিতে হবে। আমি হামানদিস্তা ব্যবহার করেছি কারণ একদম মিহি করে পিষতে চাই নি তাই; আপনি যেরকম টেক্সচার চান সেই অনুযায়ী পিষবেন। আলুতে অল্প হলুদ এবং কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো মাখিয়ে ৫ মিনিট মত রেখে দিলে ভালো রং ধরে। এবার কড়াইতে তেল গরম হলে আলুগুলো খুব হাল্কা করে ভেজে তুলে নিতে হবে।

  3. 3

    এবার প্রথমে শুকনো লঙ্কা দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নিতে হবে। তারপর তেজপাতা দিয়ে নাড়তে হবে। তারপর এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে নাড়তে হবে ততক্ষণ, যতক্ষণ না এর থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে।

  4. 4

    এবার পেঁয়াজ দিয়ে ব্রাউন করে ভাজতে হবে। আঁচ লো - মিডিয়ামে রাখতে হবে যাতে পেঁয়াজ পুড়ে না যায়। এবার পেঁয়াজ সরিয়ে তেলে সরাসরি হলুদ এবং কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে নেড়ে কষে নিতে হবে। এভাবে করলে খুব ভালো রঙ ধরে এবং স্বাদও খুব ভালো হয়।

  5. 5

    এবার পেঁয়াজের সঙ্গে আদা - রসুন মিলিয়ে ৩ মিনিট মতো কষতে হবে। তারপর ফেটানো দই দিয়ে ভালো করে নেড়ে ৩ মিনিট মতো কষতে হবে।

  6. 6

    এবার থেতো করে রাখা কাঁচালঙ্কা, ধনে গুঁড়ো এবং নুন দিয়ে ভালো করে ৩ মিনিট মতো কষতে হবে।

  7. 7

    এবার মাংস দিয়ে ভালো করে নাড়তে হবে ১৫ মিনিট মতো। এ সময় ঢাকা না দিলেই ভালো।

  8. 8

    এবার রান্নাটা আপনি কড়াইতেও করতে পারেন; সেক্ষেত্রে সময়টা প্রায় দেড় ঘন্টা মতো লাগবে; আর নয়তো প্রেশার কুকারে ঢিমে আঁচে রান্না করতে পারেন। সেক্ষেত্রে ৩০ মিনিট মতো লাগবে। নববর্ষে সাধারণত যেহেতু বেশ অনেক পদ রান্না হয় তাই মাও প্রেশারে করতেন এবং আমিও তাই করি। প্রেশার কুকারে আলুগুলো দিয়ে দিতে হবে। আমি যে পাত্রে রান্না করেছি সেই পাত্রে জল দিয়ে সেই জলটাই ব্যবহার করেছি। আপনি আলাদা জল ব্যবহার করতেই পারেন; তবে জলটা যেন অল্প গরম হয়।

  9. 9

    এবার প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে ঢিমে আঁচে রান্না করতে হবে ৩০ মিনিট মতো বা মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনা খোলার পর গরম মশলা দিয়ে দিতে হবে। যদি ঝোল বেশী মনে হয় তাহলে আরেকটু ফুটিয়ে নিলেই হবে। আমরা বেশী ঝোল পছন্দ করি তাই আর ফোটাই না। ব্যাস, তৈরী হয়ে গেল আমাদের আলু দিয়ে পাঁঠার মাংসের ঝোল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

দ্বারা রচিত

Tanzeena Mukherjee
Tanzeena Mukherjee @Tanzeena_M19
আমি বিভিন্ন রকম ক্রিয়েটিভ কাজকর্মে নিজেকে লিপ্ত রাখতে ভালোবাসি। রান্না, লেখালেখি এবং গান গাওয়া আমার বিশেষ পছন্দের জায়গা।রান্নার ক্ষেত্রে কুকপ্যাডে যোগ দিয়ে আমার জীবনের এক নতুন দিগন্ত খুলে গেছে। অনেক নতুন রান্না শিখছি সবার কাছ থেকে এবং নানা প্রতিযোগিতায় যোগদান করছি। এসব আমাকে বিশেষ আনন্দ প্রদান করছে। অ্যাডমিন দিদিদেরও অনেক ধন্যবাদ যে তারা এত সুন্দর করে যে কোনো বিষয় বুঝিয়ে দেন যে অংশগ্রহণ করতেও খুব সুবিধা হয়।কুকপ্যাডকে তাদের প্রত্যেক প্রচেষ্টা, পরিশ্রমের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই 🙏🏻।
আরও পড়ুন

Similar Recipes