বাসন্তী পোলাও(basonti polau recipe in Bengali)

Oindrila Rudra
Oindrila Rudra @cook_21452111

#ebook2
#নববর্ষ
এটি বাঙালির একটি প্রাচীন রান্না। সাধারণত গোবিন্দ ভোগ চাল দিয়ে এটি বানানো হয়। বিভিন্ন পুজো পার্বণে ঈশ্বরের উদ্দেশ্যে ভোগ হিসেবেও নিবেদন করা হয়।

বাসন্তী পোলাও(basonti polau recipe in Bengali)

#ebook2
#নববর্ষ
এটি বাঙালির একটি প্রাচীন রান্না। সাধারণত গোবিন্দ ভোগ চাল দিয়ে এটি বানানো হয়। বিভিন্ন পুজো পার্বণে ঈশ্বরের উদ্দেশ্যে ভোগ হিসেবেও নিবেদন করা হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15 মিনিট
4 জনের
  1. 4 কাপগোবিন্দ ভোগ চাল
  2. 3টেবিল চামচ ঘি
  3. 2টেবিল চামচ সাদা তেল
  4. পরিমান মতোগোটা গরম মসলা
  5. 1টা তেজ পাতা
  6. 8 টেবিল চামচচিনি
  7. স্বাদ মতোলবণ
  8. 1 চা চামচহলুদ গুঁড়ো
  9. 1 চা চামচকেওড়া জল
  10. 1টেবিল চামচ আদা বাটা
  11. 2টেবিল চামচ কাজু

রান্নার নির্দেশ সমূহ

15 মিনিট
  1. 1

    প্রথমে গোবিন্দ ভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে। এর মধ্যে জল ঝরে গেলে এতে একে একে আদা বাটা, অল্প লবণ পুরো হলুদ আর ঘি দিয়ে হালকা হাতে মেখে 20 মিনিট রেখে দিতে হবে

  2. 2

    এরপর কড়াইতে সাদা তেল আর ঘি দিয়ে তাতে কাজু কিসমিস ভেজে তুলে রাখতে হবে। এরপর গোটা গরম মসলা তেজপাতা ফোড়ন দিয়ে তাতে মেখে রাকা চাল ভালো করে ভাজতে হবে।

  3. 3

    ভাজতে ভাজতে চাল সাদা হয়ে এলে তাতে গরম জল দিয়ে করাই ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে বসিয়ে রাখতে হবে। ভাত 80শতাংশ সেদ্ধ হয়ে এলে ভাজা কাজু,কিসমিস নুন চিনি সব দিয়ে আরো কিছুক্ষন ঢেকে রাখতে হবে। চাল সু সিদ্ধ হলে ওপর থেকে বাকি 1 টেবিল চামচ ঘি আর কেওড়া জল দিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে রাখতে হবে 2 মিনিট ।এরপর পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Oindrila Rudra
Oindrila Rudra @cook_21452111

Similar Recipes