রসমালাই(rosomalai recipe in Bengali)

Sonali Sen Bagchi
Sonali Sen Bagchi @cook_15687477

#ebook2
মিষ্টি ছাড়া বাঙ্গালি র নববর্ষ অসম্পূর্ণ, বাঙ্গালি অত্যন্ত প্রিয় রসের মিষ্টি টি আমি বানানোর চেষ্টা করেছি।

রসমালাই(rosomalai recipe in Bengali)

#ebook2
মিষ্টি ছাড়া বাঙ্গালি র নববর্ষ অসম্পূর্ণ, বাঙ্গালি অত্যন্ত প্রিয় রসের মিষ্টি টি আমি বানানোর চেষ্টা করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৯০মিনিট
৫-৬ জনের জন্য
  1. ১৫০ গ্ৰাম জল ঝরানো ছানা
  2. ১চা চামচ ময়দা
  3. ১লিটার দুধ
  4. ১/৩ কাপ চিনি
  5. ১০- ১২টা মিহি আমন্ড কুচি
  6. ১ চিমটি জাফরান

রান্নার নির্দেশ সমূহ

৯০মিনিট
  1. 1

    প্রথমে ছানা ভালো করে মেখেয়নিতে হবে।সাথে ময়দা দিয়ে একদম নরম করে মেখে নিতে হবে।এরপর ঐ মন্ডো থেকে ছোটো ছোটো গোল গোল রসগোল্লা বানিয়ে নিতে হবে।

  2. 2

    এরপর একটা বড় পাত্রে কাপ চিনি আর কাপ জল দিয়ে সিরা বানানোর জন্য গ্যাসে বসাতে হবে।

  3. 3

    সিরা যখন ফুটে যাবে একটু চিটচিটে ভাব আসবে তখন গোল করে বানানো রসগোল্লা গুলো একটা একটা করে দিয়ে দিতে হবে।এই সময় আচ মিডিয়াম হাই ফ্লেমে রাখতে হবে।

  4. 4

    এরপর ২০ মিনি রসগোল্লা গুলো ফুটতে দিতে হবে।সিরা একটু কমে গেলে একটু করে ঠান্ডা জল মিলিয়ে নিতে হবে।

  5. 5

    জাতে সিরা কমে না যায় ।এরপর রসগোল্লা গুলো পুরো ফুলে গেলে গ্যাস বন্ধ করতে হবে।এরপর অন্য একটা পাত্রে দুধ গরম বসাতে হবে।

  6. 6

    দুধ ফুটে গেলে একটা ছোটো পাত্রে অল্প দুধ নামিয়ে রাখতে হবে ওর মধ্যে জাফরান মিলিয়ে ভিজিয়ে রাখতে হবে।

  7. 7

    এরপর দুধে চিনি মাশিয়ে ফুটতে দিতে হবে।দুধ ফুটে যখন বেশ খানিটা ঘন হবে তখন আমন্ড কুচি দিয়ে আবারো ফোটাতে হবে।

  8. 8

    এরপর জাফরানের দুধ দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে।দুধ যখন বেশ ঘন হবে তখন রসগোল্লা গুলো রসের থেকে তুলে দুধে মিশিয়ে দিতে হবে।৫-৬মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে।

  9. 9

    এরপর ঠান্ডা করে রসমালাই সুন্দর করে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sonali Sen Bagchi
Sonali Sen Bagchi @cook_15687477

Similar Recipes