ভাপা ইলিশ/ সর্ষে ইলিশ (bhapa ilish/ sorse ilish recipe in Bengali)

Amrita Gupta
Amrita Gupta @cook_24781311

#ebook2

ইবুক বিভাগ-১, অধিকাংশ বাঙালিরই চিরকালের ভালোবাসা হলো ইলিশ, এনাকে যা দিয়েই, যেভাবেই
রাঁধুন না কেন ইনি সেরার সেরা।তারওপর যদি হয় কাঁচা ইলিশের সর্ষের ভাঁপা তার তো আলাদাই মর্যাদা বাঙালি সমাজে।দেখে নিন তাহলে চটপট ইলিশ ভাঁপার রেসিপি।

ভাপা ইলিশ/ সর্ষে ইলিশ (bhapa ilish/ sorse ilish recipe in Bengali)

#ebook2

ইবুক বিভাগ-১, অধিকাংশ বাঙালিরই চিরকালের ভালোবাসা হলো ইলিশ, এনাকে যা দিয়েই, যেভাবেই
রাঁধুন না কেন ইনি সেরার সেরা।তারওপর যদি হয় কাঁচা ইলিশের সর্ষের ভাঁপা তার তো আলাদাই মর্যাদা বাঙালি সমাজে।দেখে নিন তাহলে চটপট ইলিশ ভাঁপার রেসিপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১০-১৫ মিনিট
৪ জন
  1. ৪ পিস ইলিশ মাছ
  2. ২ টেবিল চামচসর্ষে আর কাঁচা লঙ্কা সহযোগে বাটা
  3. ১ টেবিল চামচ পোস্ত বাটা
  4. ৪ টেবিল চামচ সর্ষের তেল
  5. ১/২ চা চামচ হলুদ
  6. স্বাদ মতো নুন
  7. ২ -৩ টে চেরা কাঁচা লঙ্কা
  8. ১/২ চা চামচ কালো জিরে
  9. ১/৩ কাপ জল

রান্নার নির্দেশ সমূহ

১০-১৫ মিনিট
  1. 1

    মাছের টুকরো গুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে ৫ মিনিট মতো রেখে দিন।

  2. 2

    তারপর মাছ গুলোকে সমস্ত বাটা মশলা, নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিন।

  3. 3

    এবার কড়াই তে ১ চামচ সর্ষের তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে মাখানো মাছ গুলো দিয়ে চেরা কাঁচা লঙ্কা আর জল দিয়ে ঢাকা দিয়ে কম আঁচে ১০ মিনিট রান্না করলেই রেডি ভাঁপা ইলিশ। সবার শেষে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গরম গরম ভাতের সাথে পরিবেসন করুন সর্ষে দিয়ে ভাঁপা ইলিশ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Amrita Gupta
Amrita Gupta @cook_24781311

Similar Recipes