দহি কে কাবাব (Dahi ke kabab recipe in Bengali)

Avinanda Patranabish
Avinanda Patranabish @cook_24817897

#দই
উত্তর ভারতের একটি অন্যতম জনপ্রিয় খাবার হলো এই দহি কে কাবাব। খুবই সহজে আর সাধারণ উপকরণে ঝটপট বানিয়ে ফেলা যায় এই সুস্বাদু কাবাব।

দহি কে কাবাব (Dahi ke kabab recipe in Bengali)

#দই
উত্তর ভারতের একটি অন্যতম জনপ্রিয় খাবার হলো এই দহি কে কাবাব। খুবই সহজে আর সাধারণ উপকরণে ঝটপট বানিয়ে ফেলা যায় এই সুস্বাদু কাবাব।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১/২ ঘন্টা
৪ জন
  1. ২কাপজল ঝরানো দই
  2. ১/২ কাপ পনির
  3. ১/২ কাপ চিজ
  4. ২টোকাঁচালংকা কুচি
  5. ১টাপেঁয়াজ কুচি
  6. পরিমাণ মতো অল্প ধনেপাতা কুচি
  7. ২ টেবিল চামচছাতু
  8. ১/২ টেবিল চামচনুন
  9. ১/২ টেবিল চামচবিটনুন
  10. ১/২ টেবিল চামচগরম মশলা গুঁড়ো
  11. ১/২চা চামচভাজা জিরের গুঁড়ো
  12. ১/২চা চামচলংকা গুঁড়ো
  13. প্রয়োজন মতোব্রেড ক্রাম্ব
  14. প্রয়োজন অনুযায়ীসাদা তেল ডিপ ফ্রাই করার জন্য

রান্নার নির্দেশ সমূহ

১/২ ঘন্টা
  1. 1

    একটা পরিস্কার কাপড়ে টক দই নিয়ে কমপক্ষে ৮ ঘন্টা ফ্রিজে ছাকনির ওপরে রেখে জল ঝড়িয়ে নিতে হবে।

  2. 2

    একটা বড় মিক্সিং বোলে সাদা তেল আর ব্রেড ক্রাম্ব ছাড়া দই সহ বাকি সমস্ত উপাদান এমন ভাবে মেশাতে হবে যাতে চামচে করে মিশ্রণটা ওঠালে সেটা যেন চামচেই আটকে থাকে, নিচে না পড়ে।

  3. 3

    এবার ওই মিশ্রণ থেকে গোল গোল কাবাবের আকার দিয়ে কাবাব গড়ে নিতে হবে।

  4. 4

    কাবাব গুলোতে এবারে ভালো করে ব্রেড ক্রাম্ব মাখিয়ে একটা থালায় সাজিয়ে আধ ঘন্টার জন্য ফ্রিজে রাখতে হবে।

  5. 5

    আধ ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে মিডিয়াম ফ্লেমে ডিপ ফ্রাই করলেই রেডি হয়ে যাবে দহি কে কাবাব। পছন্দ মতো সস বা ধনেপাতার চাটনি দিয়ে পরিবেশন করতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Avinanda Patranabish
Avinanda Patranabish @cook_24817897

মন্তব্যগুলি (4)

Similar Recipes