পান ফ্লেভার রসমালাই(paan flavour rasmala recipe in Bengali)

Suranya Lahiri Das
Suranya Lahiri Das @cook_25623034

#ebook2
#নববর্ষ
বাঙালির যে কোন শুভ অনুষ্ঠানে পান ও মিষ্টি, এই দুটো উপাদান অপরিহার্য। বর্ষবরণের দিন তাই এই দুটো উপকরণের সংমিশ্রণে তৈরি করি পান ফ্লেভার রসমালাই। পানের মিষ্টি একটা গন্ধ রসমালাই এর সাথে মিশে,আলাদা স্বাদ ও গন্ধের একটা মিষ্টি তৈরি হয়ে যায়।

পান ফ্লেভার রসমালাই(paan flavour rasmala recipe in Bengali)

#ebook2
#নববর্ষ
বাঙালির যে কোন শুভ অনুষ্ঠানে পান ও মিষ্টি, এই দুটো উপাদান অপরিহার্য। বর্ষবরণের দিন তাই এই দুটো উপকরণের সংমিশ্রণে তৈরি করি পান ফ্লেভার রসমালাই। পানের মিষ্টি একটা গন্ধ রসমালাই এর সাথে মিশে,আলাদা স্বাদ ও গন্ধের একটা মিষ্টি তৈরি হয়ে যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. ছানা তৈরির জন্য
  2. ১/২ লিটার দুধ
  3. ১ চা চামচ ভিনিগার
  4. ১ কাপ চিনি
  5. ১ চা চামচ ঘি
  6. দুধের জন্য
  7. ১ লিটার দুধ
  8. স্বাদ অনুযায়ী চিনি
  9. ১/২ চা চামচ ছোট এলাচ গুঁড়ো
  10. ২ টা মিঠা পাতা পান

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে ১/২ লিটার দুধ ভালো ভাবে ফুটিয়ে ওর মধ্যে ভিনিগার মিশিয়ে ছানা বানিয়ে নিতে হবে। ছানার জল ঝরিয়ে, মসৃণ করে মেখে নিতে হবে ঘি দিয়ে। একটা পাত্রে চিনির সাথে জল দিয়ে ভালো ভাবে ফুটিয়ে রস বানিয়ে নিতে হবে। এখন ছানা গুলো দিয়ে ছোট ছোট বল বানিয়ে চিনির রসে ফেলে ৫ মিনিট ফুটিয়ে, ওর মধ্যে রেখে দিতে হবে ১০ মিনিট।

  2. 2

    এবার আর একটা পাত্রে ১ লিটার দুধকে ঘন করে ফুটিয়ে নিয়ে, ওর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে ভালো ভাবে মিশিয়ে, চিনির রসে ফেলা ছোট রসগোল্লা গুলো তুলে, দুধের সাথে মিশিয়ে দিতে হবে।এখন এর মধ্যে ছোট এলাচ গুড়ো মিশিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে।

  3. 3

    রসমালাই টা একটু ঠাণ্ডা করে, ওর মধ্যে ২ টা মিঠা পাতা পান কে মিক্সিতে ভালো ভাবে পেস্ট করে,ওই পানের রসটা রসমালাই এর সাথে ভালো ভাবে মিশিয়ে দিতে হবে।ফ্রিজে রেখে ঠান্ডা করে সার্ভ করলেই রেডি পান ফ্লেভার রসমালাই।বৈশাখের দুপুরে এই ঠান্ডা পান ফ্লেভার রসমালাই খেতে দারুণ লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Suranya Lahiri Das
Suranya Lahiri Das @cook_25623034

Top Search in

Similar Recipes