লাউ পানির কোফতা (lau paneer kofta recipe Bengali)

Asma Sk
Asma Sk @cook_17765864

#ebook2
নববর্ষের রেসিপি
বাংলা নববর্ষের উৎসব আমরা অনেক কিছুই বানিয়ে থাকি তার মধ্যে পনির একটি অন্যতম রেসিপি, লুচি পরোটা রুটি যেকোনো কিছুর সঙ্গেই খাওয়া যায় আর অসাধারণ লাগে খেতে। আমি রেসিপিটা একটু অন্যরকমভাবে বানিয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে।

লাউ পানির কোফতা (lau paneer kofta recipe Bengali)

#ebook2
নববর্ষের রেসিপি
বাংলা নববর্ষের উৎসব আমরা অনেক কিছুই বানিয়ে থাকি তার মধ্যে পনির একটি অন্যতম রেসিপি, লুচি পরোটা রুটি যেকোনো কিছুর সঙ্গেই খাওয়া যায় আর অসাধারণ লাগে খেতে। আমি রেসিপিটা একটু অন্যরকমভাবে বানিয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
5 জন
  1. 150 গ্রামলাউ
  2. 100 গ্রামপানির
  3. 1টেবিল চামচ তেল
  4. 2টেবিল চামচ বাটার
  5. 10-12টা কাজু
  6. 3টে টমেটো
  7. 1টিপেঁয়াজ কুচি
  8. 1 চা চামচআদা রসুন বাটা
  9. 1/4 চা চামচগরম মসলা
  10. 1 চা চামচকাশ্মীরি গুঁড়ো লঙ্কা
  11. 1/2 চা চামচশুকনো লঙ্কা গুঁড়ো
  12. 1/2 চা চামচভাজা জিরে গুঁড়ো
  13. 1/2 চা চামচচিনি
  14. 1/2 কাপধনেপাতা কুচি
  15. 2টিশুকনো লঙ্কা
  16. স্বাদমতোলবণ
  17. 2 চা চামচ ফ্রেশ ক্রিম সাজানোর জন্য
  18. প্রয়োজন মতজল (লাউ ধোয়া জল)

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    প্রথমে পনির আর লাউ টাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। এবার গ্রেট করা লাউ টাকে ফোটানো গরম জল দিয়ে ধুয়ে, গরম জল টা এক সাইডে রেখে দিতে হবে। ওই লাউ ধোয়া জল রান্নাই কাজে লাগবে। এবারে গ্রেট করা লাউ পনির ধনেপাতা স্বাদমতো লবণ,ভাজা জিরেগুঁড়ো একসঙ্গে মিক্স করে মাখিয়ে নিয়ে হার্ট আকারে বানিয়ে তেল ও বাটার মিশিয়ে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন করে।

  2. 2

    এবার কড়াই এ তেল ও বাটার দিয়ে তারমধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুঁচি,একটু ভেজে টমেটো দিতে হবে। তরপর কাজু, গোটা শুকনো লঙ্কা, আদা রসুন বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মসলা, লবণ স্বাদমতো, আর চিনি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে লাউ ধোয়া জল দিয়ে দিতে হবে।ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করতে হবে কম আঁচ এ। 5 মিনিট পরে ঠান্ডা করে সেটিকে মিক্সার এ পেস্ট বানিয়ে নিতে হবে।

  3. 3

    পেস্ট বানিয়ে প্লেট এ পেস্ট টিকে ঢেলে দিয়ে তার মধ্যে পানির কোফতা গুলো সাজিয়ে উপর থেকে ফ্রেশ ক্রিম দিয়ে জিক জেক বানিয়ে সাজিয়ে দিয়ে আর একটু টমেটো ধনেপাতা দিয়ে ডেকোরেশন করে দিলেই তৈরি হয়ে যাবে লাউ পনিরের কোপ্তা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Asma Sk
Asma Sk @cook_17765864

Similar Recipes