ইলিশ বিরিয়ানী (Ilish Biriyani recipe in Bengali)

Arpita Karmakar
Arpita Karmakar @cook_25322059

#ebook2
নববর্ষ
চিকেন, মাটন ছাড়া এবার একটু অন্য রকম স্বাদে ইলিশ বিরিয়ানী রান্না করে দেখুন। আশা করি ভাল লাগবে।

ইলিশ বিরিয়ানী (Ilish Biriyani recipe in Bengali)

#ebook2
নববর্ষ
চিকেন, মাটন ছাড়া এবার একটু অন্য রকম স্বাদে ইলিশ বিরিয়ানী রান্না করে দেখুন। আশা করি ভাল লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
২ জন
  1. ৩০০ গ্রাম বাসমতি চাল
  2. ২/৪ টে ইলিশ মাছ
  3. ২ টো বড় মাপের পেঁয়াজ
  4. ১০০ টক দই
  5. ১ চা চামচ হলুদ
  6. ২ চা চামচ লবণ
  7. ১ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  8. ১ চা চামচ ধনে গুঁড়ো
  9. ২ টো দারচিনি
  10. ৩ টে ছোট এলাচ
  11. ৪ চা চামচ দুধ
  12. ১০-১২ টা কেশর
  13. ২ চা চামচ বিরিয়ানী মশলা

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    বাসমতি চাল ৩০ মিনিট আগে ভিজিয়ে রেখে দারচিনি, এলাচ দিয়ে ৮০%সেদ্ধ করে নিন। দুধে কেশর ভিজিয়ে রাখুন।

  2. 2

    এরপর মাছ ভেজে নিন। ১ টা বাটিতে হলুদ,লবণ, জিরে গুঁড়ো,ধনে গুঁড়ো, বিরিয়ানী মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিশিয়ে একটা মশলা তৈরী করে নিন।

  3. 3

    মাছ ভাজার তেলে পেঁয়াজ কুচি ভেজে বেরেস্তা বানিয়ে তুলে নিন।

  4. 4

    এবার পেঁয়াজ বাটা দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে মিশ্রণটি দিয়ে ভালো করে কষিয়ে নিন। তেল মশলা থেকে ছেড়ে এলে এর মধ্যে টক দই/ফ্রেশ ক্রিম দিয়ে নাড়াচাড়া করে নিন। আর সামান্য কেশর ভেজানো দুধ দিয়ে দিন।

  5. 5

    এরপর মাছ গুলো দিয়ে এপিঠ ওপিঠ করে নিন। তারপর মাছ গুলো মশলা থেকে তুলে নিতে হবে।

  6. 6

    এরপর ঐ মশলার মধ্যে ভাতের প্রথম লেয়ার দিয়ে ওপর দিয়ে মাছ গুলো, পেঁয়াজ বেরেস্তা, ঘি বিরিয়ানী মশলা ও কেশর ভিজানো দুধ দিয়ে তার ওপর ফাইনাল লেয়ার ঠিক একইভাবে (মাছ বাদে) দিয়ে ১০ মিনিটের জন্য অল্প আঁচে ঢাকনা চাপা দিয়ে রেখে দিলেই তৈরী ইলিশ বিরিয়ানী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Arpita Karmakar
Arpita Karmakar @cook_25322059

Similar Recipes