খাসির মাংসের সাবেকি ঝোল(Mutton Curry recipe in Bengali)

Amrita Gupta
Amrita Gupta @cook_24781311

#ebook2 জামাই বাড়িতে আসছে এটা শুনলেই শ্বশুর কত্তার বাজারের থলিতে সবার আগে যা ভরার কথা আর শাউরি মা এর যে পদটা রাঁধার কথা মাথায় আসে তা হলো গিয়ে ভোজন রসিকদের সবচেয়ে পছন্দের পদ এই খাসির মাংস। আজ তারই একদম সাবেকি রেসিপি আমি শেয়ার করলাম।

খাসির মাংসের সাবেকি ঝোল(Mutton Curry recipe in Bengali)

#ebook2 জামাই বাড়িতে আসছে এটা শুনলেই শ্বশুর কত্তার বাজারের থলিতে সবার আগে যা ভরার কথা আর শাউরি মা এর যে পদটা রাঁধার কথা মাথায় আসে তা হলো গিয়ে ভোজন রসিকদের সবচেয়ে পছন্দের পদ এই খাসির মাংস। আজ তারই একদম সাবেকি রেসিপি আমি শেয়ার করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১-১.৫ ঘন্টা
৪ জন
  1. ৫০০ গ্রাম খাসির মাংস
  2. ২ টো মাঝারি সাইজের আলু মাঝামাঝি দু’ভাগ করে কাটা
  3. ১ টা মাঝারি সাইজের গোটা টমেটো
  4. ৫ টা মাঝারি পেঁয়াজ
  5. ১.৫ টা গোটা রসুনের ছাড়ানো কোয়া
  6. ১.৫ ইঞ্চি আদা
  7. ১ চা চামচ গোটা জিরে
  8. ৪ টা শুকনো লঙ্কা
  9. স্বাদমতোনুন
  10. ১/২ চা চামচ হলুদ
  11. ১ কাপ সরষের তেল
  12. প্রয়োজন অনুযায়ীগরম মশলা বাটা —১ টা ছোটো দালচিনি, ৪ টে লবঙ্গ, ৩ টে এলাচ শিলে বাটা
  13. ১.৫ কাপ জল

রান্নার নির্দেশ সমূহ

১-১.৫ ঘন্টা
  1. 1

    প্রথমেই আলু গুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে তেলে ভেজে তুলে রাখতে হবে।

  2. 2

    মাংস ভালো করে ধুয়ে একটা হাঁড়ি (হলে ভালো হয়) নইলে কড়ায়ে নিয়ে তাতে, কুচোনো পেঁয়াজ, শিলে বাটা আদা জিরে শুকনো লঙ্কা, ভালো করে থেঁতো করা রসুনের কোয়া গুলো, নুন, হলুদ, সরষের তেল আর ১/২ কাপ জল দিয়ে ভালো করে মাখিয়ে গ্যাসে বসিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে রেখে দিতে হবে মিনিট ৫ মতো।

  3. 3

    ঠিক ৫ মিনিট পর ঢাকনা সরিয়ে আঁচ কমিয়ে কষাতে হবে আরও ৫ মিনিট মতো। এইভাবেই সম্পূর্ণ জল শুকিয়ে যাওয়া অব্দি বারবার ঢাকা দিয়ে কষাতে হবে।

  4. 4

    তারপর জল শুকিয়ে গেলে ঢাকনা ছাড়া অনেকটা সময় আর ধৈর্য্য নিয়ে মাংসটা কষাতে হবে। এই কষানোর সময় গোটা টমেটা টা দিয়ে, সেটা নরম হয়ে মাংসের সাথে মিশে যাওয়া অব্দি কষিয়ে যেতে হবে।

  5. 5

    মাংস ভালো করে কষানো হয়ে গেলে নুন চেক করে তাতে ভেজে রাখা আলু দিয়ে আরও ২ ৩ মিনিট কষিয়ে ১ কাপ কুসুম গরম জল দিয়ে ফুটতে দিতে হবে কম আঁচে।

  6. 6

    আলু আর মাংস ভালো মতো সেদ্ধ হয়ে ঝোল ঘন হয়ে গেলে শিলে বাটা গরম মশলা দিয়ে গযাস অফ্ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখলেই রেডি খাসির মাংসের সাবেকি ঝোল।গরম গরম ভাতের সাথে শুধু এই মাংসের ঝোল আর কি চাই ??? শ্বশুর জামাই সবাই গিন্নি মার ওপর পুরো ফিদা হয়ে যাবে🤗😀।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Amrita Gupta
Amrita Gupta @cook_24781311

মন্তব্যগুলি (6)

Similar Recipes