কমলা রুই(kamola rui recipe in bengali)

Papiya Alam
Papiya Alam @swaad123
Dubai ,UAE

#ebook2
#মাছের রেসিপি

লেবুর স্বাদে রুই মাছ খেতে যেমন সুন্দর লাগে দেখতেও তেমন ই লাগে।

কমলা রুই(kamola rui recipe in bengali)

#ebook2
#মাছের রেসিপি

লেবুর স্বাদে রুই মাছ খেতে যেমন সুন্দর লাগে দেখতেও তেমন ই লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
2জন
  1. 4 টিরুই মাছের টুকরো
  2. 1/4 কাপকমলালেবুর রস
  3. 1টি মাঝারি টমেটো
  4. 1 চা চামচআদা রসুন বাটা
  5. 1/2 চা চামচকালো জিরে
  6. 1 টিশুকনো লঙ্কা
  7. 1/2 চা চামচহলুদ
  8. 1/2 চা চামচজিরেগুঁড়ো
  9. 1/2 চা চামচধনে গুঁড়ো
  10. 2 টিকাঁচা লঙ্কা
  11. 1/4 চা চামচগরম মশলা
  12. 1 চিমটি চিনি
  13. 3 টেবিল চামচতেল

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    একটি পাত্রে মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে 15 মিনিট রেখে দিতে হবে।

  2. 2

    15 মিনিট পরে নুন হলুদ মাখানো মাছ গরম তেলে ভাল করে ভেজে নিতে হবে।

  3. 3

    এবার একটি পাত্রে 2 টেবিল চামচ তেল গরম করে তাতে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোঁড়ন দিতে হবে।

  4. 4

    টমেটো আগে থেকে পেস্ট করে রাখতে হবে।এবার পেষ্ট করা টমেটো দিয়ে রান্না করতে হবে 2 মিনিট।

  5. 5

    টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে একে একে আদা রসুন বাটা,ধনে গুঁড়ো,জিরা গুঁড়ো,হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

  6. 6

    মসলা কষানো হয়ে গেলে পরিমাণমতো গরম জল দিতে হবে।

  7. 7

    জল ফুটে উঠলে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা মাছ দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রান্না করতে হবে। কাঁচালঙ্কা দিয়ে দিতে হবে।

  8. 8

    5 মিনিট পর ঢাকনা খুলে কমলালেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে রান্না করতে হবে আরো 4-5 মিনিট। (এই পর্যায়ে এক চিমটি চিনি দেওয়া যেতে পারে যদিও এটা অপশনাল।)

  9. 9

    এবার ওপর থেকে গরম মসলা গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়া আরো দুই-তিন মিনিট রাখতে হবে।

  10. 10

    গ্যাস থেকে নামিয়ে স্লাইস করা কমলা লেবু দিয়ে সাজিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Papiya Alam
Papiya Alam @swaad123
Dubai ,UAE
"I'm just someone who likes cooking and for whom sharing food is a form of expression"
আরও পড়ুন

Similar Recipes