রুই মাছের কালিয়া (Rui Fish Kalia Recipe In Bengali)

Suparna Sengupta
Suparna Sengupta @sups_cookbook
India

#ebook2
বাংলা নববর্ষ

বাঙালির অনুষ্ঠান মানেই তাতে থাকবে হরেক রকমের মাছের রেসিপি।রুই মাছ হল তাদের মধ্যে অন্যতম মাছ।যেকোনো অনুষ্ঠানেই রুই মাছের নানান রেসিপির আয়োজন দেখা যায়। আমার রান্না ঘরে নববর্ষের দিনে স্পেশাল মেনু হিসেবে অন্য সব মাছের রেসিপির সঙ্গে রুই মাছের কলিয়া রেসিপিটি অবশ্যই থাকে।গরম ভাত আর রুই মাছের কালিয়ার জুটি জাস্ট অনবদ্য।

রুই মাছের কালিয়া (Rui Fish Kalia Recipe In Bengali)

#ebook2
বাংলা নববর্ষ

বাঙালির অনুষ্ঠান মানেই তাতে থাকবে হরেক রকমের মাছের রেসিপি।রুই মাছ হল তাদের মধ্যে অন্যতম মাছ।যেকোনো অনুষ্ঠানেই রুই মাছের নানান রেসিপির আয়োজন দেখা যায়। আমার রান্না ঘরে নববর্ষের দিনে স্পেশাল মেনু হিসেবে অন্য সব মাছের রেসিপির সঙ্গে রুই মাছের কলিয়া রেসিপিটি অবশ্যই থাকে।গরম ভাত আর রুই মাছের কালিয়ার জুটি জাস্ট অনবদ্য।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩৫ মিনিট
৪ জনের জন্য
  1. ৪ টুকরো - রুই মাছ
  2. ১ টি - মাঝারি আকারের পিয়াঁজ স্লাইস করা
  3. ২ টেবিল চামচ- আদা রসুন শুকনো লঙ্কা (১ টা)বাটা (একসঙ্গে)
  4. ১ চা চামচ - কাঁচা লঙ্কা বাটা
  5. ১ কাপ - টমেটো বাটা
  6. ১ চা চামচ - ধনে গুঁড়ো
  7. ১/২ চা চামচ - লঙ্কা গুঁড়ো
  8. ১.৫ চা চামচ - জিরা গুঁড়ো
  9. ২ চা চামচ - হলুদ গুঁড়ো
  10. ১ চা চামচ - কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো
  11. ১/২ চা চামচ - গরম মশলা গুঁড়ো
  12. ২ কাপ অথবা প্রয়োজন মত - উষ্ণ গরম জল
  13. ৩ টেবিল চামচ -সর্ষের তেল
  14. ১ চা চামচ - ঘি
  15. স্বাদ অনুযায়ীনুন
  16. ফোড়ন দেওয়ার জন্য লাগবে
  17. ২ টি - তেজপাতা
  18. ১ টা - শুকনো লঙ্কা
  19. ৫-৬ টা - গোটা গোলমরিচ
  20. ১/৪ চা চামচ - গোটা জিরা
  21. ৩-৪ টি - ছোট এলাচ
  22. ১ ইঞ্চি - দারচিনি
  23. ৩-৪ টি - লবঙ্গ

রান্নার নির্দেশ সমূহ

৩৫ মিনিট
  1. 1

    মাছ গুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন আর ১ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে মেখে ১০ মিনিট রেখে দিন। ১০ মিনিট পর কড়াইতে ২ টেবিল চামচ সরষের তেল গরম করে মাছ গুলোকে হালকা গোল্ডেন করে ভেজে তুলে রাখুন।

  2. 2

    এবার ওই কড়াই তে আরও ১ টেবিল চামচ তেল যোগ করে দিন। তেল গরম হলে তাতে গোটা জিরা,তেজপাতা,শুকনো লঙ্কা,দারচিনি,এলাচ, লবঙ্গ,গোটা গোলমরিচ ফোড়ন দিয়ে দিন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে পিয়াঁজ স্লাইস অ্যাড করে ভালো করে ভেজে নিন।

  3. 3

    পিয়াঁজ এর রং পরিবর্তন হলে আদা রসুন শুকনো লঙ্কা বাটা অ্যাড করে ভালো করে মিশিয়ে ভাজতে থাকুন।আদা রসুন বাটা থেকে কাঁচা গন্ধ চলে গেলে টমেটো পেস্ট আর কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে ভালো করে মিশিয়ে মাঝারি আঁচে ৩-৪ মিনিট রান্না করুন।

  4. 4

    এবার জিরা গুঁড়ো,ধনে গুঁড়ো, ১ চা চামচ হলুদ গুঁড়ো,কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো,নুন,লঙ্কা গুঁড়ো সব অ্যাড করে কিছুটা উষ্ণ গরম জল দিয়ে মশলা কষিয়ে নিন।

  5. 5

    মশলা কষে শুকিয়ে গেলে গ্রেভির জন্য প্রয়োজন মত উষ্ণ গরম জল দিয়ে ঝোল ফুটতে দিন। ঝোল ফুটে উঠলে ভাজা মাছ দিয়ে দিয়ে ১০ মিনিট রান্না করুন মাঝারি আঁচে।

  6. 6

    ঝোল ঘন হয়ে এলে ঘি,গরম মশলা উপর থেকে ছড়িয়ে ভালো করে মিশিয়ে ২ মিনিট রান্না করে গ্যাস বন্ধ করে দিন।

  7. 7

    এবার ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু রুই মাছের কালিয়া।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Suparna Sengupta
Suparna Sengupta @sups_cookbook
India
Follow me on Instagram @sups05FoodieCookaholicFood photography ManiacFood Blogger
আরও পড়ুন

Similar Recipes