দই রুই(Doi Rui recipe in Bengali)

Srimayee Mukhopadhyay
Srimayee Mukhopadhyay @cook_25187502

#মাছের রেসিপি
#ebook2 #জামাই ষষ্ঠী রুই মাছ আমরা সবাই পছন্দ করি আর বাঙালিদের কাছে প্রিয় একটি মাছ।সব মাছ থাকলেও রুই মাছ জামাই ষষ্ঠীতে জামাইয়ে পাতে থাকবেই।তাই আজ আমি বানালাম দই রুই,পদটি বানানো খুব সহজ।

দই রুই(Doi Rui recipe in Bengali)

#মাছের রেসিপি
#ebook2 #জামাই ষষ্ঠী রুই মাছ আমরা সবাই পছন্দ করি আর বাঙালিদের কাছে প্রিয় একটি মাছ।সব মাছ থাকলেও রুই মাছ জামাই ষষ্ঠীতে জামাইয়ে পাতে থাকবেই।তাই আজ আমি বানালাম দই রুই,পদটি বানানো খুব সহজ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জনের জন্য
  1. ৪ টি রুই মাছ
  2. ১ টি পেঁয়াজ কুঁচি
  3. ২চা চামচ আদা কুঁচি
  4. ১টেবিল চামচ চালমগজ
  5. ১টেবিল চামচ পোস্ত
  6. স্বাদ অনুযায়ীনুন
  7. ১ চা চামচহলুদ
  8. ১কাপ দই
  9. ২চা চামচ সর্ষে
  10. পরিমাণ মতোসর্ষের তেল
  11. ২চা চামচ লেবুর রস
  12. প্রয়োজন অনুযায়ীফোড়নের জন্য তেজপাতা,লবঙ্গ, এলাচ,দারচিনি সব পরিমান মতো
  13. ১চা চামচ চিনি
  14. স্বাদমতোকাঁচা লঙ্কা
  15. ১চা চামচ ধনে গুঁড়ো
  16. ১চা চামচ করে গোলমরিচ গুঁড়ো ও গরম মসলা

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমেই মাছ ধুয়ে নুন, হলুদ,ও লেবুর রস মাখিয়ে রাখতে হবে।

  2. 2

    এবার মিক্সিতে দই ফেটিয়ে নিয়ে ঢেলে রাখতে হবে।

  3. 3

    ঐ মিক্সিতে পোস্ত ও চালমগজ বেঁটে নিয়ে ঢেলে রাখতে হবে।

  4. 4

    এবার কাঁচা লঙ্কা,পেঁয়াজ ও আদা একসাথে বেঁটে নিতে হবে।

  5. 5

    কড়াইয়ে তেল দিয়ে মাছ ভেজে তুলে নিয়ে ঐ তেলেই ফোড়ন দিতে হবে।

  6. 6

    এবার পেঁয়াজ,আদা,লঙ্কার পেস্ট দিয়ে নাড়তে হবে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত।

  7. 7

    এবার চালমগজ, পোস্তর পেস্ট দিয়েও নাড়তে হবে।

  8. 8

    এবার দইয়ের মধ্যে সর্ষে বাটা,নুন,চিনি,ধনে গুঁড়ো,হলুদ খুব সামান্য দিয়ে ফেটিয়ে নিয়ে,মিশ্রণটি প্যানে দিয়ে সমানে নাড়তে হবে যাতে দই ফেটে না যায়। মিশ্রনটি একসাথে মিশে গেলে জল দিয়ে ফোটাতে হবে।গ্রেভি ফুটে এলে মাছ গুলি দিয়ে দিতে হবে।ও ওপর থেকে গোলমরিচ গুঁড়ো, গরম মশলা দিয়ে আবার ভালো করে ফুটিয়ে নিতে হবে।

  9. 9

    তাহলেই তৈরি দই রুই এবার গরম ভাতে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Srimayee Mukhopadhyay
Srimayee Mukhopadhyay @cook_25187502

Similar Recipes