পনফ্রেট মাছের তেল ঝাল (pomfret macher jhal recipe in Bengali)

Pousali Mukherjee
Pousali Mukherjee @cook_16727365

#মাছের রেসিপি এই পদ টা বাচ্চা বড় সবাই রি পছন্দের মাছ, এটা দিয়ে বেশ এক থালা ভাত গরম গরম সবাই খেয়ে নিতে পারবে ।

পনফ্রেট মাছের তেল ঝাল (pomfret macher jhal recipe in Bengali)

#মাছের রেসিপি এই পদ টা বাচ্চা বড় সবাই রি পছন্দের মাছ, এটা দিয়ে বেশ এক থালা ভাত গরম গরম সবাই খেয়ে নিতে পারবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
২ জনের
  1. 1 টা পমফ্রেট মাছ (৪00 গ্রাম)
  2. 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি
  3. 1 চা চামচআদা বাটা
  4. 1 চা চামচরসুন বাটা
  5. 4টিকাঁচা লঙ্কা বাটা
  6. 100 গ্রাম দই
  7. 1 টা বড় সাইজের টমেটো কুচি
  8. স্বাদ অনুযায়ীনুন
  9. প্রয়োজন অনুযায়ীসরষের তেল
  10. ১/2 চা চামচ হলুদ গুঁড়ো
  11. 1/2 চা চামচকালো জিরে
  12. 1/2 চা চামচগরম মশলা গুঁড়ো
  13. 1/2 চা চামচ চিনি
  14. প্রয়োজন মতধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    প্রথমে পমপ্লেট মাছ থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে হালকা করে ভেজে নেব

  2. 2

    বেশি করা করে বাঁচবো না হালকা বাঁচবো।

  3. 3

    তারপর কড়াইয়ে তেল সরষের তেল দিয়ে কালোজিরা ফোন দেব।

  4. 4

    পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে বাঁচবো।

  5. 5

    তারপর টমেটো কুচি আদা বাটা রসুন বাটা দেব।

  6. 6

    তারপর নুন,হলুদ,লংকা, দ ই, দিয়ে সব ভালোভাবে একসাথে কষিয়ে নেব।

  7. 7

    মশলাটা ভালো করে ঘষে যাবার পর মাছটা দিয়ে দেব।

  8. 8

    তারপর একটু গরম মশলা গুঁড়ো জল আর চিনি দিয়ে 5 মিনিট মতো ফোটাবো।

  9. 9

    ফুটে যাওয়ার পর যখন ঘন ঘন মত হয়ে যাবে তখন ধনেপাতা কুচি ছিটিয়ে দেব।

  10. 10

    ব্যাস আমার তৈরি হয়ে গেল ঝাল ঝাল পমপ্লেট মাছের তেল ঝাল।

  11. 11

    এটা এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করা হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Pousali Mukherjee
Pousali Mukherjee @cook_16727365

Similar Recipes