লটে মাছের ঝুরো (Lote macher jhuro recipe in bengali)

Nandita Mukherjee
Nandita Mukherjee @cook_nandita7

অতি সুস্বাদু লটে মাছের ঝুরো যদিও সবাই পছন্দ করে না কিন্তু যারা ভালোবাসে তাদের এই লটের ঝুরো দিয়ে গরম ভাত এক থালা নিমেষে শেষ হয়ে যাবে

লটে মাছের ঝুরো (Lote macher jhuro recipe in bengali)

অতি সুস্বাদু লটে মাছের ঝুরো যদিও সবাই পছন্দ করে না কিন্তু যারা ভালোবাসে তাদের এই লটের ঝুরো দিয়ে গরম ভাত এক থালা নিমেষে শেষ হয়ে যাবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৫ জন
  1. ৯০০ গ্রাম মাছ
  2. ৩ টে বড় পেঁয়াজ মিহি কুচো
  3. ১ টা বড় টমেটো কুচি
  4. ১৭/১৮ কোয়া রসুন মিহি কুচি
  5. ১ & ১/২ ইঞ্চি আদা একদম কুচি
  6. ৮/১০ টা কাঁচা লঙ্কা কুচি
  7. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  8. ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  9. স্বাদ অনুযায়ী লবণ
  10. ৪ টেবিল চামচ সরষের তেল
  11. প্রয়োজন মতবেশ কিছু টা ধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    সবার প্রথম মাছ ভালো করে বেছে পরিস্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে ১০ মিনিট রেখে দিন হাতের কাছে সব যোগার করে নিন, এবার কড়াই বসিয়ে তেল দিয়ে ভালো গরম করে নিয়ে পেঁয়াজ কুচি দিন

  2. 2

    লো আঁচে ২ মিনিট পেঁয়াজ নাড়াচাড়া করে ভেজে নিয়ে আদা রসুন কাঁচা লঙ্কা কুচি দিয়ে লো আঁচে ৩/৪ মিনিট নাড়ুন সবকিছু ভাজা ভাজা হলে কুচি করা টমেটো দিন

  3. 3

    টমেটো দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে লো আঁচে সমস্ত মসলা কষান যতক্ষণ না তেল ছাড়চে

  4. 4

    মসলা থেকে তেল আলাদা হতে শুরু করলে কড়াই এ মসলা খুন্তির সাহায্যে ছড়িয়ে দিয়ে নুন হলুদ মাখানো মাছ একটা একটা করে মসলার ওপরে দিয়ে মিনিট ৪ ঢাকা দিয়ে লো আঁচে রান্না করুন

  5. 5

    ৪ মিনিট পর ঢাকা খুলে সাঁড়াশি দিয়ে কড়াই ধরে নাড়িয়ে নিয়ে চামচ বা খুন্তি দিয়ে সাবধানে মাছের মোটা কাঁটা বের করে নিন এবার মাছ মসলার সাথে সুন্দর করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম আঁচে ১০ মিনিট নাড়াচাড়া করে মাছের রস বা জল শুকিয়ে নিন

  6. 6

    ১০ মিনিট পর আবারোও মাছের ঝুরো থেকে তেল সেফারেড হতে শুরু করলে ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাস বন্ধ করে গরম গরম লটের ঝুরোর সাথে গরম ভাত পরিবেশনের পালা.(আমার কাছে ধনেপাতা বেশি ছিল না, একটু কম কম হয়েছে)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nandita Mukherjee
Nandita Mukherjee @cook_nandita7

মন্তব্যগুলি

Similar Recipes