পমফ্রেট মাছের ঝাল (Pomfret macher jhal recipe in Bengali)

Chameli Chatterjee
Chameli Chatterjee @cook_23071175

#মাছের রেসিপি
এই ভাবে পমফ্রেট মাছ বানালে ভীষণ টেস্টি হয় খেতে। আমার বাড়িতে সকলের এই রেসিপি টি খুব প্রিয়।

পমফ্রেট মাছের ঝাল (Pomfret macher jhal recipe in Bengali)

#মাছের রেসিপি
এই ভাবে পমফ্রেট মাছ বানালে ভীষণ টেস্টি হয় খেতে। আমার বাড়িতে সকলের এই রেসিপি টি খুব প্রিয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৩-৪টেপমফ্রেট মাছ
  2. ২ টেবিল চামচসর্ষে -পওস্ত বাটা
  3. ১চা চামচজিরে গুঁড়ো
  4. ১চা চামচলাল লঙ্কা গুঁড়ো
  5. ১/২চা চামচহলুদ গুঁড়ো
  6. স্বাদ মতোনুন
  7. পরিমান মতোসর্ষের তেল
  8. ১চা চামচকালো জিরে
  9. ২টোকাঁচা লঙ্কা
  10. ১চা চামচপাতিলেবুর রস

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে মাছ গুলো ধুয়ে নিয়ে নুন হলুদ আর একটু ১চা চামচ মতো পাতিলেবুর রস মাখিয়ে ১০মিনিট মতো রাখার পর ভেজে তুলে নিতে হবে।

  2. 2

    কালো জিরে ফোরন দিয়ে তাতে সর্ষে-পস্তো বাটা টা দিয়ে ভালোভাবে নাড়তে হবে। এবার হলুদ, নুন, লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো,চেরা কাঁচা লঙ্কা গুলো দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিতে হবে।

  3. 3

    মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন পরিমান মতো জল দিয়ে একটু ফুটতে দিতে হবে। ফুটে উঠলে ভাজা পমফ্রেট মাছ গুলো দিয়ে ২-৩ মিনিট ফুটিয়ে নিতে হবে।

  4. 4

    গ্ৰেভি ঘন হয়ে এলে ১চা চামচ সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে নামিয়ে নিলেয় তৈরি পমফ্রেট মাছের ঝাল।

  5. 5

    ভীষণ ভালো হয় খেতে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Chameli Chatterjee
Chameli Chatterjee @cook_23071175

Similar Recipes