পমফ্রেট ঝাল (Pomfret Jhal recipe in Bengali)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

#আমিষ/নিরামিষ
#bandana
এই রেসিপিটি পমফ্রেট মাছ দিয়ে সামান্য উপকরণ দিয়ে তৈরী একটি অত্যন্ত সুস্বাদু আমিষের পদ | পমফ্রেট মাছে কাঁটাও অনেক কম ।তাই ছোট বড় সবারই ভালো লাগবে|

পমফ্রেট ঝাল (Pomfret Jhal recipe in Bengali)

#আমিষ/নিরামিষ
#bandana
এই রেসিপিটি পমফ্রেট মাছ দিয়ে সামান্য উপকরণ দিয়ে তৈরী একটি অত্যন্ত সুস্বাদু আমিষের পদ | পমফ্রেট মাছে কাঁটাও অনেক কম ।তাই ছোট বড় সবারই ভালো লাগবে|

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
২জন
  1. ২টি পমফ্রেট মাছ
  2. ১টি পেঁয়াজ কুচি
  3. ১টি টমেটো কুচি
  4. ৪চা চামচসর্ষে বাঁটা
  5. ১ চা চামচ পোস্ত বাঁটা
  6. ৪-৫ টা কাঁচা লঙ্কা চেরা
  7. ১ চা চামচ আদা বাঁটা
  8. ১ চা চামচ কালোজিরে
  9. প্রয়োজন মতসর্ষের তেল
  10. প্রয়োজন মতজল
  11. ১ঢা চামচ কাশ্মিরী লংকা গুঁড়া
  12. ২ চা চামচ ধনেপাতা কুচি
  13. ২ চা চামচ হলুদ গুঁড়ো
  14. স্বাদ মতনুন
  15. ১চিমটি চিনি

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে মাছ ধুয়ে গা সামান্য চিরে নুন হলুদ লংকা গুঁড়া মাখিয়ে সঃ তেলে ভেজে তুলে রাখতে হবে |

  2. 2

    ঐ প্যানেই কালো জিরা চেরা লংকা ফোঁড়ন দিয়ে পেঁয়াজ ভাজতে হবে | এরপর টমেটো আদা বাটা নুন হলুদ চিনি লংকা গুঁড়াদিয়ে একটু জল দিতে হবে। ফুটে উঠলে মাছ দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে |

  3. 3

    এরপর তাতে সরষে পোস্ত বাঁটা দিয়ে ফুটিয়ে ওপর দিয়ে ২ চা চামচ কাঁচা সরষের তেল কাঁচা লংকা ও ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি পম ফ্রেট মাছের ঝাল | গরম ভাত বা রাইসের সঙ্গে পরিবেশন করলে জমে যাবে দুপুর বা রাতের ভূরিভোজ |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

Similar Recipes