ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, পাবদা মাছের ঝাল থালি(kochu shaak, pabda jhaal recipe in Bengali)

Pampa Mondal
Pampa Mondal @Pampa_JanaModal

#দৈনন্দিন রেসিপি

ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, পাবদা মাছের ঝাল থালি(kochu shaak, pabda jhaal recipe in Bengali)

#দৈনন্দিন রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৬০ মিনিট
  1. কচু শাক রান্নার জন্য
  2. ১ আঁটি কচু শাক
  3. ২ টো ইলিশ মাছের মাথা
  4. ১/২ চা চামচ কালো জিরা
  5. ২ টো শুকনো লঙ্কা
  6. ১ টা তেজপাতা
  7. ৪ টে কাঁচা লঙ্কা
  8. ১/২ চা চামচ হলুদ গুঁড়া
  9. ১ চা চামচ শুকনো খোলায় ভাজা জিরা গুঁড়ো
  10. স্বাদমতোলবণ ও চিনি
  11. পরিমাণ মতসর্ষের তেল
  12. পাবদা মাছের ঝাল
  13. ২ টো পাবদা মাছ
  14. ২ টেবিল চামচ সর্ষে বাটা
  15. ৪ টে কাঁচা লঙ্কা
  16. ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
  17. স্বাদমতোলবণ
  18. ১/৪ কাপ ধনেপাতা কুচি
  19. পরিমাণ মতসর্ষের তেল
  20. আলু টমেটো দিয়ে ইলিশ
  21. ২ টুকরো ইলিশ মাছ
  22. ১ টা বড় আলু লম্বা লম্বা করে কাটা
  23. ১ টা ছোট টমেটো কুচি
  24. ১ টা ছোট পেঁয়াজ কুচি
  25. ১/২ চা চামচ আদা বাটা
  26. ১/২ চা চামচ গোটা জিরা
  27. ১/৪ চা চামচ জিরা গুঁড়ো
  28. ১/৪ চা চামচ ধনে গুঁড়ো
  29. ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
  30. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  31. ৪ টে কাঁচা লঙ্কা
  32. স্বাদমতোলবণ
  33. পরিমাণ মততেল

রান্নার নির্দেশ সমূহ

৬০ মিনিট
  1. 1

    কচুসাক কেটে ধুয়ে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আর জল টা চেপে চেপে বের করে দিতে হবে।

  2. 2

    কড়াইতে তেল গরম করে মাছের মাথা ভেজে তুলে নিতে হবে। ওই তেলে কালো জিরা, কাঁচা লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে জল ঝরিয়ে রাখা কচুসাক টা দিয়ে দেব।

  3. 3

    আর ধীমে আঁচে নাড়তে থাকব। বেশ খানিকক্ষণ নাড়তে নাড়তে জল যখন প্রায় সুকিয়ে আসবে তখন পরিমাণ মত লবণ, চিনি আর মাছের মাথা আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে চাপা দিয়ে রান্না করব। তার পর জল একেবারে সুকিয়ে গিয়ে তেল বেরিয়ে এলে ভাজা জিরা গুঁড়ো মিশিয়ে নামিয়ে নেবো।

  4. 4

    পাবদা মাছের ঝাল এর জন্যে মাছ ভেজে তুলে নেব। ওই তেলে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সরর্ষে বাটা জলে গুলে দিয়ে দেব। আর দেব হলুদ গুঁড়ো একটু কসিয়ে নেব। তার পর ঝোলের জন্য জল দিয়ে ফুটিয়ে নেব। ঝোল ফুটে উঠলে মাছ দিয়ে দেব। দিয়ে দেব লবণ।

  5. 5

    মাছ সেদ্ধ হয়ে গেলে আর ঝোল টা গামাখা হলে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেবো।

  6. 6

    ইলিশ এর ঝোল বানানো র জন্য মাছ ভেজে তুলে নেব। ওই তেলে আলু ভেজে তুলে নেব। এবার সাদা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। এবার টমেটো কুচি, আদা বাটা আর লবণ দিয়ে দেব।

  7. 7

    টমেটো গলে গেলে দিয়ে দেব জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। ভালো করে কষিয়ে নিয়ে ঝোল এর জন্য জল দিয়ে দেব। ঝোল ফুটে উঠলে মাছ আর ভাজা আলু দিয়ে দেব।

  8. 8

    আলু সেদ্ধ হয়ে গেলে আর ঝোল ফুটে পরিমাণ মত হলে নামিয়ে নেবো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Pampa Mondal
Pampa Mondal @Pampa_JanaModal
cooking is my passion...
আরও পড়ুন

Similar Recipes