সবজি দিয়ে মাছের ঝোল (sobji diye machher jhol recipe in Bengali)

Moumita Bagchi
Moumita Bagchi @cook_24595492

#দৈনন্দিন রেসিপি
#মাছের ঝোল

সবজি দিয়ে মাছের ঝোল (sobji diye machher jhol recipe in Bengali)

#দৈনন্দিন রেসিপি
#মাছের ঝোল

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৪ জন
  1. ৪ টি রুই মাছ
  2. ১ টি আলু
  3. ১ টি ঝিঙে
  4. ১ টি টমেটো
  5. ২ টি ছোটো বেগুন
  6. ২-৩ টি পটল
  7. ১ চা চামচ আদা বাটা
  8. ১/২ চা চামচ কালোজিরা
  9. ১/২ চা চামচ সাদা জিরে
  10. ১ চা চামচ জিরে গুঁড়ো
  11. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  12. স্বাদ মতো নুন
  13. ১/২ চা চামচ হলুদ
  14. ৪-৫ টি কাঁচা লংকা
  15. পরিমাণমতো জল
  16. পরিমাণমতো সরষের তেল

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    প্রথমে মাছে নুন ও হলুদ মাখিয়ে ভেজে উঠিয়ে রাখতে হবে।

  2. 2

    সব সবজি মাঝারি সাইজের কাট তে হবে। মাছ ভাজার তেলে সব সবজি হালকা করে ভেজে উঠিয়ে রাখতে হবে।

  3. 3

    এবার তেলে কালো জিরে, সাদা জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিতে হবে। একটু পরে আদা বাটা ও হলুদ, লঙ্কা গুঁড়ো দিতে হবে। এরপর জিরে গুরো দিতে হবে।

  4. 4

    তারপর টমেটো ও একটু নুন দিয়ে কষতে হবে।

  5. 5

    টমেটো সিদ্ধ হলে সব সবজি দিয়ে কষতে হবে।

  6. 6

    এবার পরিমাণমতো জল ও নুন দিতে হবে ও ঢাকা দিয়ে সবজি সিদ্ধ করতে হবে।

  7. 7

    সবজি সিদ্ধ হলে মাছ গুলো দিতে হবে। মাছ সিদ্ধ হলে ঝোল একটু ঘন হয় এ যাবে। ব্যস হয়ে গেলো মাছের ঝোল !

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Moumita Bagchi
Moumita Bagchi @cook_24595492

Similar Recipes