আলুর পরোটা (aloor parota recipe in Bengali)

Priyanka Banerjee
Priyanka Banerjee @cook_25337287

#GA4
#week1
এই পদ টি আপনাদের বাড়িতে সবার খুব প্রিয়। খেতে অত্যন্ত সুস্বাদু হয়। এটি টক দই বা আচারের সাথে পরিবেশন করতে পারেন।

আলুর পরোটা (aloor parota recipe in Bengali)

#GA4
#week1
এই পদ টি আপনাদের বাড়িতে সবার খুব প্রিয়। খেতে অত্যন্ত সুস্বাদু হয়। এটি টক দই বা আচারের সাথে পরিবেশন করতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 2 কাপময়দা
  2. ৪ টে বড় সেদ্ধ আলু
  3. পরিমাণ মতোসাদা তেল
  4. স্বাদ অনুযায়ীনুন
  5. ১/২চা চামচকাশ্মিরী লঙ্কা গুঁড়ো
  6. ১চা চামচগরম মশলা গুঁড়া
  7. ১/২চা চামচআমচুর

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে একটা বড়ো বাটিতে ময়েদা,২ চা চামচ সাদা তেল, নুন ১ চা চামচ ও পরিমান মত জল দিয়ে ভালো করে মেখে নিন। এবার আরেকটা জায়গায় সেদ্ধ আলুর মধ্যে স্বাদ অনুযায়ী নুন, গরম মশলা গুঁড়া, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও আমচুর দিয়ে ভালো করে মেখে নিন।

  2. 2

    এবার ময়েদা থেকে লেচি কেটে তার মধ্যে আলুর পুর গুলো সব ভরে নিন এক এক করে।

  3. 3

    এবার এক একটি লেচি বেলে নিন। তারপর একটা প্যান নিয়ে তাতে প্রথমে একটা বেলা পরোটা দিয়ে একটু সেকে নিন। তারপর পরিমাণ মত সাদা তেল দিয়ে একে একে ভেজে তুলুন। ব্যাস তারপর টক দই বা আচারের সাথে গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Priyanka Banerjee
Priyanka Banerjee @cook_25337287

Similar Recipes