হোয়াইট চিকেন কোর্মা (white chicken korma recipe in Bengali)

Papiya Dey
Papiya Dey @cook_26210939

#দৈনন্দিন রেসিপি
চিকেন একটু অন্যভাবে, অথচ খুব সহজেই হয়ে যায়। খেতে দারুন রুটি, লুচি পরোটার সাথে।

হোয়াইট চিকেন কোর্মা (white chicken korma recipe in Bengali)

#দৈনন্দিন রেসিপি
চিকেন একটু অন্যভাবে, অথচ খুব সহজেই হয়ে যায়। খেতে দারুন রুটি, লুচি পরোটার সাথে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
  1. ২৫০ গ্ৰামচিকেন
  2. ১ টাবড় পেঁয়াজ বাটা
  3. ১ টেবিল চামচ দই
  4. ১চা চামচআদা বাটা
  5. ১চা চামচ রসুন বাটা
  6. ১০০ গ্ৰামসাদা তেল
  7. ২টোতেজপাতা
  8. ৩টেছোটো এলাচ
  9. ১টুকরোদারচিনি
  10. ৬টাকাঁচা লঙ্কা
  11. নুনস্বাদমতো
  12. ১ চা চামচ কসুরি মেথি
  13. ১চা চামচপাতি লেবুর রস
  14. ৬টাগোলমরিচ
  15. ৮টাকাজুবাদাম
  16. ১/২ চা চামচ গুঁড়ো গোলমরিচ
  17. প্রয়োজন অনুযায়ীধনেপাতা

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    প্রথমে চিকেন গুলো পরিষ্কার করে ধুয়ে, ১ চামচ নুন, লেবুর রস ও দই আর ১/২ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে ঢাকা দিয়ে রাখতে হবে ১৫ মিনিট

  2. 2

    ননস্টিক প্যানে, তেল দিয়ে তাতে তেজপাতা এলাচ ও দারচিনি ফোড়ন দেবো একটু নেড়ে, তারপর পেঁয়াজ বাটা দিয়ে হালকা নেড়ে নিয়ে, যাতে পেঁয়াজ লাল না হয়, এরপর আদা বাটা ও রসুন বাটা দিয়ে ৩ মিনিট কষতে হবে, এরপর ম্যারিনেট করা মাংস দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো।

  3. 3

    ঢাকা খুলে মাঝে মাঝে নাড়তে হবে, জল লাগবে না, দই থেকে জল বার হবে, কিছু টা কষা হলে কাজুবাদাম ও ৩ টে লঙ্কা বাটা দিয়ে দেবো। গোলমরিচ দিয়ে দেবো গোটা, কষতে হবে জল কমে আসা অবধি। ৩ টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দেবো।

  4. 4

    স্বাদমতো নুন দেবো, ম্যারিনেট করার সময় নুন দিয়েছি মনে রাখতে হবে, নামানোর আগে ১ চামচ কসুরি মেথি গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মাখামাখা হলে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

  5. 5

    ধনেপাতা ইচ্ছে হলে দিতেও পারি না হলে নাও দিতে পারি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Papiya Dey
Papiya Dey @cook_26210939

Similar Recipes