হোয়াইট গ্রেভি চিকেন কোর্মা(white gravy chicken korma recipe in Bengali)

Keya Nayak
Keya Nayak @cook_12214370

হোয়াইট গ্রেভি চিকেন কোর্মা(white gravy chicken korma recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
৪ জনের জন্যে
  1. ৪০০ গ্রাম চিকেন
  2. ২ টো পেঁয়াজ
  3. ১ চা চামচ আদা বাটা
  4. ১ চা চামচ রসুন বাটা
  5. ১০-১২ টা কাজু
  6. ৩ চা চামচ নারকেল কুচি
  7. ১/২ চা চামচ চিনি
  8. ১ চা চামচ কাঁচা লঙ্কা বাটা
  9. ২ টো চেরা কাঁচা লঙ্কা
  10. ১ টা তেজ পাতা
  11. ২ টেবিল চামচ দই
  12. ২ টেবিল চামচ মালাই
  13. ১ চা চামচ কেওড়া জল
  14. ২ টো ছোট এলাচ
  15. ২ টো লবঙ্গ
  16. ১ ইঞ্চি দারচিনি
  17. ১ টা জয়িত্রী
  18. প্রয়োজন মতোসাদা তেল
  19. স্বাদমতোনুন
  20. ১/২ কাপ দুধ
  21. ১ কাপ জল
  22. তড়কার জন্য
  23. ২ টেবিল চামচ ঘি
  24. ২ চা চামচ পেঁয়াজ কুচি
  25. ২ টো শুকনো লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    চিকেন ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। কড়া তে তেল গরম করে গোটা গরম মসলা, জৈত্রি,তেজ পাতা ও কাঁচা লঙ্কা চেরা দিয়ে নাড়াচাড়া করে চিকেন দিয়ে ভাজতে হবে, চিকেন সাদা হওয়া পর্যন্ত। চিকেন ভাজা হয়ে এলে আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে কষতে হবে।

  2. 2

    পেঁয়াজ,কাজু ও নারকেল একসাথে পেস্ট করে নিতে হবে। আদার কাঁচা গন্ধ চলে গেলে পেঁয়াজের পেস্ট দিয়ে কষতে হবে যতক্ষণ তেল না ছারে। তারপর ফেটানো দই, নুন চিনি দিয়ে কষে নিয়ে মালাই,দুধ ও জল এক সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে, ঢাকা দিয়ে ১০ মিনিট কম আঁচে রান্না করতে হবে।

  3. 3

    চিকেন নরম হয়ে এলে কেওরা জল দিয়ে নেড়ে নিতে হবে। অন্য পাত্রে ঘি তে পেঁয়াজ কুচি ও শুকনো লঙ্কা হালকা ভেজে নিয়ে ঘন হয়ে আসা চিকেনের গ্রেভি তে ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডী হোয়াইট গ্রেভি চিকেন কোর্মা।

  4. 4

    যেকোনো পোলাও, রুমালি রুটি, পরোটা র সাথে পরিবেশন করা যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Keya Nayak
Keya Nayak @cook_12214370

Similar Recipes