পাঞ্জাবী চানা মসালা (Punjabi chaana masala recipe in Bengali)

Mali Chakraborty
Mali Chakraborty @cook_21789596

পাঞ্জাবী চানা মসালা (Punjabi chaana masala recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৪ জনের জন্য
  1. ১৫০ গ্রাম কাবলী ছোলা
  2. ৪ চা চামচ পেঁয়াজ বাটা
  3. ১চা চামচ আদা বাটা ও রসুন বাটা
  4. স্বাদমতো লবণ
  5. ১ টা টমেটো কুচি
  6. ১প্যাকেটচানা মসালা
  7. ১চা চামচ হলুদ গুঁড়ো
  8. ১ টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো
  9. ১টা এলাচ
  10. ১" দারচিনি টুকরো
  11. ৪ টেলবঙ্গ
  12. ১চা চামচচা পাতা
  13. ১/২ চা চামচ ঘি
  14. ১ চা চামচ গরম মশলা

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    চা পাতা,এলাচ,লবঙ্গ,দারচিনি একসাথে একটা কাপড়ে বেধে একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে।একটু ফুটে উঠলেই সারারাত ভিজিয়ে রাখা কাবলি ছোলা গুলো দিয়ে দিতে হবে সেদ্ধ করার জন্য। প্রেসার কুকারে করলে ৬-৭ টা সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলে জল টা আলাদা করে নিতে হবে। কিন্তু জল টা ফেলে দিলে হবেনা ওটাই পরে রান্না তে লাগবে।

  2. 2

    এ বার করাইতে ৪ টেবিল চামচ সাদা তেল ও ঘি দিয়ে গরম হলে তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এবার পিয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।তারপর টমেটো কুচি আর পরিমাণ মতো লবণ দিয়ে নাড়তে হবে যতক্ষণ না টমেটো সেদ্ধ হওয়ে এলে আর মধ্যে হলুদ র লঙ্কার গুঁড়ো দিয়ে একবার নেরে নিয়ে চানা মাসালা টা দিয়ে দিতে হবে। ভালো করে নেড়ে সেদ্ধ করা কাবলি ছোলা দিয়ে ভালো করে ৫ মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। এবার পরিমাণ মত জল দিতে হবে। যেই জল টায় চানা সেদ্ধ করা হয়েছিলো।

  3. 3

    জল দিয়ে ৫ মিনিট ঢেকে রান্না করতে হবে।৫ মিনিট পরে ঢাকা খুলে গরম মসলা ছড়িয়ে গ্যাস বন্ধ করে আরো ৫ মিনিট আর জন্য ঢেকে রেখে দিতে হবে।৫ মিনিট পর গরম গরম পরিবশন করে দিতে হবে লুচি, ভাটুরে, রুটি যেকোনো জিনিসের সাথে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mali Chakraborty
Mali Chakraborty @cook_21789596

মন্তব্যগুলি (5)

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
Baah!! Besh sundor hoyeche dish ta👌
Presentation o besh chimcham
👍
Amio kichu notun recipe try korechi somay pele dekhe like deben. Pochondo hole onushoron korte paren🌹

Similar Recipes