কলকাতার বিখ্যাত মোঘলাই পরোটা রেসিপি।(Moghlai paratha recipe in bengali)

Moumita Mou Banik
Moumita Mou Banik @cook_25729127

ভোজনপ্রীয় বাঙালির সান্ধ্যকালীন প্রিয় খাবার।

কলকাতার বিখ্যাত মোঘলাই পরোটা রেসিপি।(Moghlai paratha recipe in bengali)

ভোজনপ্রীয় বাঙালির সান্ধ্যকালীন প্রিয় খাবার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৪-৫জন
  1. ১-২টি মাঝারি সাইজের পিয়াজ
  2. ২টি কুচনো কাাঁচালঙ্কা
  3. ২টি ডিম
  4. ১চা চমচ গরম মসলার গুরো
  5. ১টেবিল চামচ আদরসুন বাটা
  6. ১/২ চা চামচ লবণ
  7. ২ কাপ ময়দা
  8. ১/২কাপ গরম জল
  9. ২চা চামচসাদা তেল ময়দা মাখার জন্যে

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    প্রথমে মোঘলাই পরথার জন্যে ময়দা মেখে নিতে হবে। তার জন্য লাগবে ময়দা, তেল, নুন ও হালকা গরম জল। এগুলো দিয়ে ভালো ভাবে ময়দাটা মেখে নিতে হবে। তারপর সেটিকে কোনো ভেজা কাপড় জড়িয়ে রেখে দিতে হবে ১০মিনিটের জন্যে।

  2. 2

    এরপর অন্য একটি বাটিতে দুটো ডিম ভেঙে নিতে হবে তার মধ্যে দিয়ে দিতে হবে কুচনো পিয়াজ, কাঁচালঙ্কা, আদা রসুন বাটা ও অল্প নুন ও গরম মসলার গুরো।

  3. 3

    তারপর সমস্ত উপাদান গুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে।

  4. 4

    এবার ময়দার ওই ডাফ থেকে বড়ো বড়ো লেচি কেটে সেটাকে চার চৌকো করে বেলে নিয়ে তার মধ্যে ওই ডিমের মিশ্রণটি দিয়ে দিতে হবে।

  5. 5

    এরপর দুটো হাতের সাহায্যে চারিপাশে বন্ধ করে দিতে হবে লক্ষ্য রাখতে হবে যাতে পুর টি বাইরে বেরিয়ে না যায়।

  6. 6

    এরপর একটি প্যানে তেল গরম করে সেই পরথা টিকে এপিঠ ওপিঠ করে ভালোভাবে ভেজে নিলেই তৈরি দোকানের মতন মোঘলাই পরোটা।

  7. 7

    এরপর এটিকে স্যালাড ও টমেটো সস সহযোগে সার্ভ করলেই সন্ধ্যার স্ন্যাকস একদম জমে যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Moumita Mou Banik
Moumita Mou Banik @cook_25729127
https://youtube.com/channel/UCABSUUVzRymZFYb7mW2lySA
আরও পড়ুন

Similar Recipes