আলুর পরোটা (Alu paratha recipe in bengali)

Shreyosi Ghosh
Shreyosi Ghosh @cook_16876046

আলুর পরোটা (Alu paratha recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
2 জন
  1. 3 টিমাঝারি সাইজের আলু সেদ্ধ
  2. 1 টিছোট সাইজের পেঁয়াজ কুচি
  3. 2 টিকাঁচা লঙ্কা কুচি
  4. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  5. 1 চা চামচভাজা মশলা
  6. 1/2 চা চামচগরম মসলা
  7. 2 কাপময়দা (জল ও 2 টেবিল চামচ তেল দিয়ে মেখে নিতে হবে)
  8. স্বাদমতোলবণ ও ঘি

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    সেদ্ধ আলুর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, গরম মসলা, ভাজা মশলা, লঙ্কার গুঁড়ো ও স্বাদমতো লবণ দিয়ে ভালো করে আলুটাকে মেখে নিতে হবে।

  2. 2

    এরপরে মেখে রাখা ময়দা থেকে বেশ বড় সাইজের লেচি কেটে নিতে হবে এবং মধ্যে ঘন্টা একটা বাটির মতো করে নিতে হবে তার মধ্যে 1 টেবিল চামচ করে আলুর পুর দিয়ে দিতে হবে এবং ধারগুলো একসাথে জুড়ে দিতে হবে। এরপর ময়দা দিয়েই হালকা হাতে পরোটাটাকে গোল করে বেলে নিতে হবে।

  3. 3

    এইবারে একটা প্যান গরম করে নিয়ে তারমধ্যে আগে পরোটার সেকে নিতে হবে এবং তারপরে দু পিঠে ঘী লাগিয়ে সেকে নিতে হবে।

  4. 4

    বেশ তাহলে রেডি হয়ে যাবে মজাদার আলুর পরোটা টমেটো কেচাপ অথবা যে কোন পছন্দের তরকারির সাথে সার্ভ করতে পারেন এটাকে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shreyosi Ghosh
Shreyosi Ghosh @cook_16876046

Similar Recipes