মোগলাই পরোটা (moghlai porota recipe in bengali)

Kalyani Mahanty
Kalyani Mahanty @cook_25132486

রান্না করতে ভালোবাসি। মায়ের থেকেই শেখা এই রেসিপি টি, আপনাদের সাথে শেয়ার করছি। #Ruma

মোগলাই পরোটা (moghlai porota recipe in bengali)

রান্না করতে ভালোবাসি। মায়ের থেকেই শেখা এই রেসিপি টি, আপনাদের সাথে শেয়ার করছি। #Ruma

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

50 মিনিট
2 সারভিংস
  1. ৩ কাপ ময়দা
  2. ৫টাডিম
  3. স্বাদমতোকাঁচা লঙ্কা কুচি
  4. ১ কাপ পেঁয়াজ বাটা
  5. ১৫০গ্রামআলু
  6. ১.৫ চা চামচ লবণ
  7. ১/২ কাপধনেপাতা
  8. ২ টেবিল চামচতেল (ময়দার জন্য)
  9. ১০০ গ্রামতেল ( ভাজার জন্যে)

রান্নার নির্দেশ সমূহ

50 মিনিট
  1. 1

    প্রথমেই আলু সেদ্ধ করে নিতে হবে। এর পর ময়দা, ডিম, তেল আর লবণ একসঙ্গে মিশিয়ে ময়ান করে নেবো । পরিমাণমতো জল দিয়ে মেখে নিয়ে মোলায়েম ডো বানিয়ে নেবো । এবার ৪টি লেচি করে তেল মাখিয়ে ৩০ মিনিট রেখে দেবো ।

  2. 2

    একটি পাত্রে আলু, ধনেপাতা, কাঁচা লঙ্কা ও পেঁয়াজকুচি নিয়ে লবণ দিয়ে মেখে নেবো । সঙ্গে ডিম ফেটে মেশান। এবার পিড়িতে তেল মেখে পরোটার ডো নিয়ে হাত দিয়ে টেনে টেনে রুটি বেলে নেবো । এরপর ডিমের মিশ্রণ দেবো । চার ভাঁজ করে ভালো করে মুড়ে দিলাম সাইড গুলো।

  3. 3

    কড়াইয়ে তেল গরম করুন। রুটি চারভাজ করে তেলে দিয়ে দেবো । সোনালি রং করে ভেজে নেবো । গরম গরম পরিবেশন করে নেবো বাড়িতে তৈরি মজাদার মোগলাই পরোটা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Kalyani Mahanty
Kalyani Mahanty @cook_25132486

মন্তব্যগুলি (5)

Similar Recipes