ইলিশের তেল ঝোল (illisher tel jhol recipe in Bengali)

প্রগতি রায়
প্রগতি রায় @cook_26462360

#আমিরান্নাভালোবাসি
বাঙালির পাতে ইলিশ মাছ পোরলে আর কিছু লাগেনা।

ইলিশের তেল ঝোল (illisher tel jhol recipe in Bengali)

#আমিরান্নাভালোবাসি
বাঙালির পাতে ইলিশ মাছ পোরলে আর কিছু লাগেনা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
চারজন
  1. 4 পিসইলিশ মাছ
  2. পরিমাণমতোসর্ষের তেল
  3. 1/2 চা চামচ হলুদ গুঁড়ো
  4. স্বাদমতোলবণ
  5. 1 চা চামচকাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  6. 2 চা চামচসর্ষে বাটা ও পোস্ত বাটা
  7. 1/2 চা চামচ কালোজিরে
  8. 4-5টা কাঁচা লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    কড়াইতে তেল দিয়ে কালোজিরে ফোড়ন দিতে হবে। এরপর এক চামচ হলুদ ও এক চামচ লঙ্কার গুঁড়ো ও পরিমাণ মত লবণ দিয়ে একটু জল দিতে হবে।

  2. 2

    এরপর সরষে পোস্ত বাটা দিতে হবে। একটু ফুটলে মাছ গুলো দিয়ে দিতে হবে।

  3. 3

    কাঁচালঙ্কা গুলো চিরে দিয়ে একটু ঢেকে দিতে হবে। 10 মিনিট পর ঢাকা উল্টে মাছগুলোকে আস্তে উল্টে দিতে হবে।

  4. 4

    10 মিনিট পর ঢাকা উল্টে একটু কাঁচা সরষের তেল দিতে হবে ও দুটো কাঁচালঙ্কা চিরে দিতে হবে। গ্যাস বন্ধ করে দিতে হবে। 5 মিনিট ঢাকা দিয়ে রাখলেই রেডি ইলিশের তেল ঝোল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
প্রগতি রায়

Similar Recipes