বাঁধাকপির ঘন্ট (Bandhakopir Ghanto recipe in Bengali)

Mallika Biswas
Mallika Biswas @cook_25321273

# ebook2
# পৌষ পার্বণ / সরস্বতী পুজো
বাঁধাকপি ও আলু সহযোগে নিরামিষ ঘন্ট। সরস্বতী পূজোর ভোগের মধ্যে এটি অন্যতম প্রধান ভোগ। খুব সহজ রান্না। খেতে ও ভালো লাগে।

বাঁধাকপির ঘন্ট (Bandhakopir Ghanto recipe in Bengali)

# ebook2
# পৌষ পার্বণ / সরস্বতী পুজো
বাঁধাকপি ও আলু সহযোগে নিরামিষ ঘন্ট। সরস্বতী পূজোর ভোগের মধ্যে এটি অন্যতম প্রধান ভোগ। খুব সহজ রান্না। খেতে ও ভালো লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
৫ জনের জন্য
  1. ১ টা বাঁধাকপি সরু সরু কুচি করা
  2. ১ টা বড়ো আলু ডুমো করে কাটা
  3. ১/২ চা চামচ গোটা জিরে
  4. ১ চা চামচ জিরে গুঁড়ো
  5. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  6. ২ চা চামচ চিনি
  7. ১ চা চামচ আদা বাটা
  8. ১ টা টমেটো কুচি
  9. ৩ টে কাঁচালঙ্কা থেঁতো করা
  10. ১ চা চামচ ঘি
  11. স্বাদমতোনুন
  12. ১/২ চা চামচ গরম মসলা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    কড়াইতে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে আলু গুলো দিতে হবে।

  2. 2

    আলু গুলো ভেজে তুলে নিয়ে বাঁধাকপি দিয়ে দুমিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।

  3. 3

    একটা বাটিতে জিরে গুঁড়ো,হলুদ,আদা বাটা,কাঁচা লঙ্কা থেঁতো করা,টমেটো,নুন একসঙ্গে একটু জল দিয়ে গুলে বাঁধাকপির মধ্যে দিতে হবে ।দুমিনিট বাদে আলুভাজা গুলো দিয়ে দুমিনিট কষাতে হবে।

  4. 4

    এবার একটু জলের ছিটে দিয়ে অল্প আঁচে ঢাকনা দিয়ে 5 মিনিট কষাতে হবে (আলুগুলো সিদ্ধ হওয়া অবধি) ।

  5. 5

    এবার চিনি, গরম মশলা গুঁড়ো এবং ঘিটা ভালো করে মিশিয়ে ১ মিনিট রান্না করতে হবে।

  6. 6

    এবার নামিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mallika Biswas
Mallika Biswas @cook_25321273

Similar Recipes